ঘোড়ায় চড়ে ভোট দিলেন টুটুল চন্দ্র!

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে শখের বসে ঘোড়ায় চড়ে ভোট দিতে আসেন কৃষক টুটুল চন্দ্র -যাযাদি
নওগাঁর নিয়ামতপুরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করেই সকাল বেলায় ভোটাররা হাজির হন ভোটকেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়ে যায়। দলে দলে লোকজন আসেন ভোটকেন্দ্রে। কেউ ভ্যানে চেপে আবার কেউ হেঁটে ভোটকেন্দ্রে আসতে থাকেন। ব্যতিক্রম টুটুল চন্দ্র আসলেন ঘোড়ায় চড়ে। টুটুল চন্দ্রের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার মানিকপাটন গ্রামে। দুপুর ২টার দিকে তিনি ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন। টুটুল চন্দ্র বলেন, পেশায় তিনি একজন কৃষক। শখ করে গত এক মাস আগে ১০ হাজার টাকা দিয়ে ঘোড়াটি কিনেছেন। যেখানেই যান ঘোড়ায় চড়েই যান। ভোটের দিন তাই ঘোড়ায় চড়ে ভোট দিতে এসেছেন। ঘোড়ায় চড়ে ভোট দিতে কেমন লাগলো জানতে চাইলে তিনি বলেন, ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার। ঘোড়ায় চড়ে এসে ভোট দিতে খুবই ভালো লাগলো।