শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

'ভোটের অ্যাপে' তথ্য পেতে ভোটারদের বিপত্তি

যাযাদি ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
'ভোটের অ্যাপে' তথ্য পেতে ভোটারদের বিপত্তি

ভোট সংক্রান্ত তথ্য সহজে পেতে তৈরি করা নির্বাচন কমিশনের অ্যাপে ভোটের দিন তথ্য পেতে বিপত্তিতে পড়েন ভোটাররা। 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট' নামের এই অ্যাপে ভোটাররা কোন কেন্দ্রে ভোট দেবেন, কত শতাংশ ভোট পড়েছে- এমন সব তথ্য পাওয়ার কথা ছিল। কিন্তু রোববার ভোটগ্রহণ শুরুর পর থেকেই দেখা যায় তাৎক্ষণিক তথ্য দিতে পারেনি অ্যাপটি।

এনআইডি ও জন্ম তারিখ দেওয়ার পর তথ্য পেতে ঘণ্টা লেগে গেছে, অনেক ক্ষেত্রে আবার অ্যাপটি কাজও করেনি। এতে ভোটাররা পড়েছিলেন বিপত্তিতে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বৃহস্পতিবার বলেছিলেন, নির্বাচন নিয়ে যেন আস্থার ঘাটতি না হয় সে জন্য অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভোটের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য জনগণ জানতে পারবে দাবি করে তিনি বলেন, 'এর উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না তা জানা।'

ভোট পড়ার তথ্য দুই ঘণ্টা পর পর অ্যাপে আপডেট হওয়ার কথা থাকলেও ভোটের সকালে সেই তথ্য পাওয়া যায়নি। অ্যাপটির 'ফলাফল বিশ্লেষণ' অপশনে প্রবেশ করলে লেখা উঠছিল, 'এই ফিচারটি শীঘ্রই আসছে'।

প্রচার না থাকায় অ্যাপটি সম্পর্কে জানেন না অনেকেই। আবার যারা জানেন, ভোটের দিন তারা এর সুবিধাও পায়নি।

ঢাকা-১৬ আসনের নন-লোকাল ফ্রি স্কুলে ভোট দিতে এসেছিলেন জান্নাতুল মিম। এবারই প্রথম ভোট দিতে চেয়েছিলেন মিম। কিন্তু অ্যাপে বিপত্তির কারণে ভোট না দিয়েই ফিরে যেতে হয়েছে তাকে।

মিম বলেন, 'আমি অ্যাপে আমার কেন্দ্র দেখে ভোট দিতে এসেছিলাম। কেন্দ্রে ঢোকার সময় আমার কাছে ভোটার সিস্নপ চায়। আমি তখন অ্যাপে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু অ্যাপে কোনো তথ্যই আসল না। আধা ঘণ্টা চেষ্টা করলাম, কিছুই আসল না। তাই চলে যাচ্ছি।'

রশীদ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলছিল না রায়হান আহমেদের। তিনি বলেন, 'অ্যাপে দেখে এখানে আসলাম। কিন্তু এখন তো দেখছি মিলছে না। আবার অ্যাপেও ঢুকতে পারছি না।'

ঢাকা-১৭ আসনের ভোটার আমির হোসেনও ভোট দিতে যাওয়ার আগে অ্যাপ থেকে তথ্য জানার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তিনি বলেন, 'ভোট দিতে চাইছিলাম। কিন্তু সিস্নপ সংগ্রহ করি নাই। পরে একজন কইলো অ্যাপ থেকে জানাইব। পরে অ্যাপে দেখাইল কেন্দ্র আইতেছে না।'

এই বিপত্তির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, 'একই সময়ে একই সাথে অ্যাপে অনেকে তথ্যের জন্য প্রবেশ করছে, ফলে চাপ বেড়ে যাওয়ায় হয়তো এমনটা হচ্ছে।'

ভোট পড়ার তথ্য আপডেটের বিষয়ে তিনি বলেন, 'দুই ঘণ্টা পর পর ভোটের হার আমরা দেখতে পারছি কিন্তু সাধারণ মানুষের দেখতে কেন অসুবিধা হচ্ছে আমরা খোঁজ নিচ্ছি।'

ইসির অ্যাপ হ্যাকের চেষ্টা

এদিকে, বিশ্বের তিন দেশ থেকে নির্বাচনী অ্যাপ হ্যাকারদের কবলে পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। ফলে নির্বাচনী অ্যাপ সেস্না হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'আমরা ২১ কোটি টাকায় কোনো অ্যাপ তৈরি করিনি। ছয় বছর মেয়াদি একটি প্রকল্পে এ ২১ কোটি টাকা ব্যয় হবে। এখন পর্যন্ত এই প্রকল্পে ৮ কোটি টাকা ব্যয় হয়েছে।'

তিনি আরও বলেন, 'তিনটি দেশ থেকে হ্যাকের চেষ্টা করার কারণে আমাদের নির্বাচনী অ্যাপ সেস্না হয়ে গেছে। আমরা শনিবার থেকেই সেটি ঠিক করার চেষ্টা করছি। নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও জার্মানি থেকে আমাদের অ্যাপ সেস্না করে দিয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে