বাজিতপুর-ভাগলপুর স্টেশনের রাস্তার অবস্থা বেহাল

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ভাগলপুর স্টেশন রোডের প্রায় ৫শ' থেকে ৬শ' মিটার রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে গত কয়েক বছর ধরে। একটু বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে বিভিন্ন আন্তঃনগর ট্রেন ও লোকাল ট্রেনের যাত্রীদের অটোবাইক, অটোরিকশা ও সিএনজি দিয়ে যাত্রীদের আনয়ন করতে গিয়ে এই সব লোকজনের মারাত্মক হুমকির মধ্যে পড়তে হয়। এ রাস্তা দিয়ে এইসব যান চলাচল করতে গিয়ে অনেক সময় ছোট ও বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকবার এ রাস্তায় এলজিইডি ও পৌরসভার মাধ্যমে মাপঝোপ হলেও এখন পর্যন্ত এ রাস্তার কোনো উন্নতি হচ্ছে না। তারা আরও বলেন, কি কারণে এ রাস্তার উন্নয়ন হচ্ছে না এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র-প্রতিক্রিয়া দেখা গেছে।