শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দুপচাঁচিয়ায় লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন সত্তরোর্ধ্ব বয়সি দুই জা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
দুপচাঁচিয়ায় লাঠিতে ভর দিয়ে ভোট দিলেন সত্তরোর্ধ্ব বয়সি দুই জা

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের দুপচাঁচিয়ায় সত্তরোর্ধ্ব দুই জা লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে এসে ভোট প্রদান করেছেন। রোববার বেলা ৩টায় দুপচাঁচিয়া উপজেলার মোড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রে শেরপুর গ্রামের মৃত খালেক প্রামাণিকের স্ত্রী শরিফুন বেওয়া (৭৮) ও মৃত ইসমাইল হোসেনের স্ত্রী বেলী বেওয়া (৭৫) ভোট দিয়ে বাড়ি ফিরছেন। কথা হয় তাদের সঙ্গে।

তারা জানান, তারা দু'জন সম্পর্কে জা। তাদের বয়স সঠিক কত তা তাদের জানা নেই। তবে প্রতিবেশিরা জানান, তাদের দু'জনের বয়স প্রায় ৮০ বছর।

এদিকে, রোববার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকালে ঘন কুয়াশা ও প্রচন্ড শীত হওয়ার কারণে সকালে ভোট কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি ছিল না। তবে বেলা বাড়ার পর ভোট কেন্দ্রে ভোটারদের দেখা যায়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর রিপোর্ট লেখা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে