পটিয়ায় বিএনএম প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
নৌকার প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চট্টগ্রাম-১২ আসনের বিএনএম প্রার্থী এম এয়াকুব আলী। রোববার বিকাল ৩টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিনখাইন এলাকায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন নোঙ্গর প্রতীকের প্রার্থী। সংবাদ সম্মেলনে নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে কেন্দ্র দখলের পাশাপাশি ভোটে প্রভাব বিস্তার, নোঙ্গর প্রতীকের এজেন্টকে বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন তিনি। তিনি বলেন, 'আমার অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটার ও কর্মীদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে। সবকটি কেন্দ্র দখল করে নেওয়া হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোটের আশ্বাসে আমি প্রার্থী হয়েছি। তারা আবারও প্রমাণ করছে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।' তিনি আরও বলেন, 'সকাল সাড়ে ৮টার মধ্যেই তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সেই নির্বাচন নিয়ে বেশিদূর যাওয়ার কোনো ইচ্ছা, ধৈর্য, কোনোটাই আমার নেই।'