ফরিদগঞ্জে জাতীয় পার্টির ভোট বর্জন

প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নির্বাচন বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন। রোববার দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন। শেখ সাজ্জাদ রশিদ বলেন, তিনি সকাল থেকে যতগুলো ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল শূন্যের কোটায়। অথচ ব্যালট বাক্স অর্ধেকের বেশি ভরা। তিনি আরও বলেন, 'আমার এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করে বের করে দেয়া হয়েছে। উপজেলা সদরের এ আর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমার ও আমার গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। আমার কর্মী ও সমর্থকদের মারধর, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রার্থী বলেন, 'আমি ইতিপূর্বে লিখিতভাবে আমার কেন্দ্রসহ ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে চিঠি দিলেও কর্তৃপক্ষ সেই অনুযায়ী কোনো ব্যবস্থা না নেয়ায় আজকে ভোটের এই চিত্র। সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যেই আশ্বাস দিয়েছিলেন বাস্তবে তার ছিটেফোঁটাও নেই। আমার দলের প্রেসিডেন্ট জি এম কাদের ইতিমধ্যেই এই নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন বলেছেন।'