সিলেট-২ আসনে ৪ প্রার্থীর নির্বাচন বর্জন
প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
সিলেট অফিস
বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সিলেট-২ আসনের চার প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া, গণফোরামের প্রার্থী মোকাব্বির খান, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও তৃণমূল বিএনপির আবদুর রব মলিস্নক যৌথ সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করেন।
রোববার বেলা আড়াইটায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে একটি হোটেলে চার প্রার্থী যৌথ সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে চার প্রার্থীর পক্ষে স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান বলেন, 'সরকারের আশ্বাসের পরও নির্বাচনে এজেন্ট বের করে দেওয়াসহ ব্যাপক জালভোটের ঘটনা ঘটছে। যার কারণে জনরায়ের প্রতিফলন না ঘটার আশঙ্কায় ভোট বর্জনের ঘোষণা দিয়ে নতুন করে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি।' এই আসনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।