রাজারহাটে দুই লাঠির ভরে ভোট দিলেন প্রতিবন্ধী সবুজ
প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
দুই লাঠিতে ভর করে ভোট দিলেন সবুজ মহন্ত (২২) নামের এক প্রতিবন্ধী। ২ কিলোমিটার দূর থেকে লাঠিতে ভর করে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আসেন এ প্রতিবন্ধী। তার জীবনে দুই বার ভোট দিয়েছেন এভাবে। তবে সংসদ নির্বাচনে এই প্রথম তিনি ভোট প্রদান করেছেন। ভোট দিতে আসার সময় তার মা সঙ্গে থেকে সহযোগিতা করেছেন। তার বাবা সুরেন্দ্র চন্দ্র মহন্ত। বাড়ি উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক গ্রামে। ভোট দেওয়ার পর তিনি বলেন, 'সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবার ভোটার উপস্থিতি নেই তেমন, ঝামেলাও নেই ভোট কেন্দ্রে।
রোববার দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে এ প্রতিবন্ধীর সঙ্গে দেখা হয়। রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ৩৩৮৭। এছাড়া আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।