ভোটাধিকার রক্ষায় লাঠিতে ভর দিয়ে ভোট কেন্দ্রে শতবর্ষী বৃদ্ধ গফুর!
প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
লাঠি হাতে নাতির কাঁধে ভর দিয়ে ভোট দিতে এসেছেন শতবর্ষী আব্দুল গফুর। বয়স ১০০ পেরিয়ে গেলেও নাগরিক অধিকার রক্ষায় এ বয়সে উপস্থিত হয়েছেন ভোট কেন্দ্রে।
রোববার গাজীপুরের শ্রীপুর পৌরসভার লোহাগাছ ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন শতবর্ষী এ বৃদ্ধ।
আব্দুল গফুর যায়যায়দিনকে বলেন, '৬২ সালের দিকে প্রথম ভোট দিয়েছি। সংগ্রামের আগেও ভোট দিছি। বাংলাদেশকে ভালোবাসি। এ দেশের নাগরিক হিসেবে ভোট আমার অধিকার। তাই অধিকার রক্ষায় অসুস্থ শরীর নিয়েও ভোট দিতে কেন্দ্রে এসেছি।'
তিনি আরও বলেন, 'আমার বয়স এখন ১০০ চলছে। বেঁচে থাকলে সামনের ভোট দিতে পারব। মরে গেলে এটাই হবে জীবনের শেষ ভোট।'
উলেস্নখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে সারাদেশে সকাল ৮ থেকে চলে ভোটগ্রহণ। গাজীপুর-৩ আসনে ১৮০টি কেন্দ্রের এক হাজার ৬৮টি বুথে একযোগে ভোট গ্রহণ চলে।
আসনটিতে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪২৭ জন। যারমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৪৩৫ জন এবং নারী ভোটার সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৯৮৮ জন। এছাড়াও আসনটিতে ৫ জন হিজড়া ভোটার রয়েছেন।