শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ঘুষ নেওয়ার সময় জনতার হাতে আটক ভোটগ্রহণ কর্মকর্তা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঘুষ নেওয়ার সময় জনতার হাতে আটক ভোটগ্রহণ কর্মকর্তা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ জামালপুর-২ আসনের কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের কাছ থেকে ঘুষবাণিজ্য করার সময় জনতার হাতে আটক সহকারী প্রিজাইডিং অফিসার।

শনিবার কুলকান্দী ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্ব নিয়ে কেন্দ্রে যায় সে। সন্ধ্যা রাতেই এমন ঘটনা ঘটায়।

ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ী খানপাড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার চৌধুরী কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী।

কেঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম শাহিনুজ্জামান শাহিনের সমর্থকের কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষবাণিজ্য করার সময় সাধারণ জনগণের হাতে আটক হন।

ঘুষগ্রহণ করে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় আইয়ুব আলীর বিচারের দাবি জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।

এ বিষয়ে মুঠোফোনে ইসলামপুর উপজেলার সরকারী রিটার্নিং ও নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে