শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

লামায় নিজ এলাকায় ভোট দিলেন জাতীয় পার্টির প্রার্থী শহিদুল

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
লামায় নিজ এলাকায় ভোট দিলেন জাতীয় পার্টির প্রার্থী শহিদুল

শান্তিপুর্ণভাবে বান্দরবানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে লামা উপজেলার ৪০টি ভোট কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোট প্রদান করতে দেখা যায়।

সকাল ৯ টার দিকে লামা উপজেলার মধুঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম লাঙ্গল প্রতীকে নিজ ভোট প্রদান করেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার শান্তনু কুমার দাশ বলেন, বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এখানে ভোটাররা খুব সুন্দর পরিবেশে ভোট প্রদান করেছে। ৪০টি কেন্দ্রে সুন্দরভাবে ভোটাররা ভোট প্রদান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বান্দরবানের রুমা থানচি ও রোয়াংছড়ি উপজেলার দুর্গম ৮টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারের মাধ্যমে। জেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন পর্যায়ক্রমে বান্দরবানের ১২টি কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে