পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, 'আমি আমার কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। বিএনপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তারা যদি পরিবর্তন চায় তাহলে নির্বাচনে এসে জনরায় নিয়ে সংসদে গিয়ে বৈধভাবে এটি পরিবর্তন করতে পারত। কিন্তু তারা সেটা না করে ভোটের পরিবেশ অশান্ত করছে। গাড়িতে ঢিঁল মারছে, ভাঙচুর করছে, অগ্নিসন্ত্রাস করছে। অসহযোগ নামে তারা যেটা ব্যবহার করছেন আমি মনে করি এটি গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমি এর প্রতিবাদ করি।'
ভোটের দিন রোববার সকাল ৯টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী মান্নান।
'স্যাংশন' ইসু্যতে তিনি বলেন, বিদেশিরা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। যখন তারা স্যাংশন দেবে তখন আমরা মোকাবিলা করব। আগেভাগে ভয় পেয়ে হাত-পা গুটিয়ে বসে থাকব না। যদি স্যাংশন দিতে চায় দেবে, সেটা মোকাবিলা করারও পথ আছে। এগুলো আগে আলোচনার বিষয় নয়। তবে সাবধান থাকা ভালো। নির্বাচন সুষ্ঠু হবে কি না এমন প্রশ্নে মন্ত্রী বলেন, নির্বাচন খুবই সুষ্ঠু হবে। বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, বিএনপি একটি নিবন্ধিত দল। তাদের উচিত ছিল নিবন্ধিত দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে ভোটে আসা। কিন্তু তারা সেটা না করে ভোটের পরিবেশ অশান্ত করছে। গাড়িতে ঢিল মারছে, ভাঙচুর করছে, অগ্নিসন্ত্রাস করছে। এসব সন্ত্রাসী কাজ ছেড়ে তারা ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারত।' এরপর শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।