নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে :মায়া চৌধুরী
প্রকাশ | ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, 'আমি আমার ভোট কেন্দ্রে ভোট দিয়েছি। মতলব উত্তর দক্ষিণে অত্যন্ত চমৎকারভাবে গ্রহণ হয়েছে। নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।'
রোববার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'আমার ভোট আমি দিবো যাকে ইচ্ছা তাকে দেব। সেই স্স্নোগানে জনগণ নিজস্ব মতামতে পছন্দের লোককে ভোট দিচ্ছে। এটি অন্তত আনন্দের ব্যাপার।'
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর-২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর) আসনে মোট ভোটার সংখ্যা ৪,৬৭,২২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৩৮,৬৩৪ জন এবং নারী ভোটার ২,২৮,৫৯৪ জন। ভোট কেন্দ্র ১৫৫।
এ আসনে ৫ জন প্রার্থী ছিলেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম (নৌকা), স্বতন্ত্র এম ইসফাক আহসান (ঈগল), জাতীয় পার্টির এমরান হোসেন মিয়া (লাঙ্গল), জাসদের মোহাম্মদ হাছান আলী শিকদার (মশাল) ও সুপ্রিম পার্টির মোহাম্মদ মনির হোসেন বেপারী (একতারা)।