শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

গফরগাঁওয়ে ১১১টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ২ হাজার সদস্য

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
গফরগাঁওয়ে ১১১টি ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ২ হাজার সদস্য

ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে হিসেবেই ভোটগ্রহণে নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।

গফরগাঁও থানার অফিসার ইনচাজ (ওসি) শাহিনুজ্জামান জানান, ভোট কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, অধিকঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হবে। মোট ২ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে ও স্টাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবেন। বাহিনীর সদস্যদের মধ্যে আনসার সদস্য সবচেয়ে বেশি থাকবে।

প্রত্যেকটি ভোট কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। একজন অস্ত্রধারী পস্নাটুন কমান্ডর, একজন সহকারী পস্নাটুন কমান্ড, ৬ জন পুরুষ ও ৪ জন নারী আনসার সদস্য রয়েছেন। কেন্দ্রগুলোর মধ্যে সাধারণ কেন্দ্রে একজন অস্ত্রধারী পুলিশ সদস্য এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রে দুইজন ও অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন অস্ত্রধারী পুলিশ সদস্য থাকবে।

এছাড়া স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবির ৫০ সদস্য,র্ যাবের ৪০, সেনা বাহিনীর ৪০ ও পুলিশের ৩শ' জন সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনের দিন তাৎক্ষণিক যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঝটিকা অভিযানের জন্য প্রস্তুত রাখা হবে।

ইউএনও ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মনিটরিংয়ের জন্য উপজেলা প্রশাসন কার্যালয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মনিটরিং কেন্দ্র খোলা হয়েছে। মনিটরিং কেন্দ্রের সার্বিক দায়িত্বে থাকবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে