আটঘরিয়ার ৪৫ ও ঘোড়াঘাটে ৩৬ কেন্দ্রে হবে ভোটগ্রহণ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
আজ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ। পাবনার আটঘরিয়ার ৪৫ এবং দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত- আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি জানান, আজ অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে আটঘরিয়া উপজেলার ৪৫টি কেন্দ্রে ভোটারের সংখ্যা এক লাখ ৩৭ হাজার। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা শনিবার নির্বাচনী মালামাল বুঝে নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে যান এবং প্রত্যেক কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেন। আটঘরিয়ার ভোট কেন্দ্র ও ভোটার সংখ্যা যথাক্রমে পৌরসভার ৪ কেন্দ্রে ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৩৮, মাজপাড়া ইউনিয়নে ৯ কেন্দ্রে ভোটার ২৯ হাজার ৮২৩, চাঁদভা ইউনিয়নে ৮ কেন্দ্রে ভোটার ২২ হাজার ৩৮৭, দেবোত্তর ইউনিয়নে ৭ কেন্দ্রে ভোটার ১৮ হাজার ৩৩৫, একদন্ত ইউনিয়নে ৯ কেন্দ্রে ভোটার ৩১ হাজার ৬৯৮ ও লক্ষ্ণীপুর ইউনিয়নে ৮ কেন্দ্রে ভোটার ২১ হাজার ২২২ জন। কেন্দ্রে ভোটার উপস্থিতি নিশ্চিতকরণে এবং নৌকার পক্ষে ভোট প্রদানের জন্য নৌকার প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা নানা কৌশল অবলম্বন করছে। ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। তবে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের তৎপরতায় ভোট কেন্দ্র অধিক হারে ভোটার উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটার আনা-নেওয়ার জন্য প্রার্থীর পক্ষ থেকে পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচনে ভোটার অংশগ্রহণমূলক ও উৎসবমুখর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার ও উদ্যোগ নেওয়া হয়েছে, নির্বাচন শান্তিপূর্ণ করতে বিজিবি ও পুলিশ কঠোর অবস্থানে আছে। ইতিপূর্বে উপজেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাবনা ৪ আসনে ৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে একমাত্র নৌকার প্রার্থী গালিবের পক্ষে সব কেন্দ্রে পোলিং এজেন্টের ব্যবস্থা করা হলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব বিশ্বাসের ঈগল প্রতীকের পক্ষে সব কেন্দ্রে পোলিং এজেন্টের ব্যবস্থা করা সম্ভব হয়নি। এছাড়া অপর ৪ প্রার্থীকে আটঘরিয়ার নির্বাচনী মাঠে খুব একটা দেখা যায়নি। কেন্দ্রে কেন্দ্রে তাদের পোলিং এজেন্টেরও ব্যবস্থা করা হয়নি বলে জানা গেছে। ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনের সংসদীয় এলাকার ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার ৩৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৫ হাজার ৫১৬ জন। এছাড়াও ৩৬টি কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা রয়েছে ২৪১টি। ইতোমধ্যে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপজেলার ৩৬টি কেন্দ্রে ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ হয়েছে। এ নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সব ধরনের নিরাপত্তার নিশ্চিতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৩ পস্নাটুন সেনাবাহিনী, ৩ পস্নাটুন বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন।