বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
ভৈরব রেললাইন

ফিশপেস্নট ও ডগপিন খুলতে গিয়ে ধরা দুই ভাই

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফিশপেস্নট ও ডগপিন খুলতে গিয়ে ধরা দুই ভাই

কিশোরগঞ্জের ভৈরবে রেললাইনের ফিশপেস্নট ও পাঁচটি ডগপিন খুলতে গিয়ে দুই চোর জনতার হাতে আটক হয়েছে। পরে তাদের রেলওয়ে পুলিশে সোপর্দ করা হয়। তারা আপন দুই ভাই। মঙ্গলবার রাত ৯টায় শহরের জগন্নাথপুরের লক্ষ্ণীপুর কবরস্থান সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাইনে এ ঘটনা ঘটে।

এরা হলো লক্ষ্ণীপুর গ্রামের মৃত আমিন মিয়ার দুই ছেলে ইমন মিয়া ওরফে রিমন (২৩) ও মো. সাগর মিয়া (২১)। আটকের পর জনতা ভৈরব রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থলে এসে দু'জনকে ফিশপেস্নট ও নাটসহ তাদের গ্রেপ্তার করে। দুই ভাই এলাকায় একাধিকবার চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে দু'জনের বিরুদ্ধে একটি মামলা করে। বুধবার সকালে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলিম সিকদার জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দু'জনকে পুলিশ ফিশপেস্নট ও ডগপিনসহ আটক করে। এরা দুই ভাই পেশাদার চোর। রেলওয়ে থানায় তাদের বিরুদ্ধে আগেও চুরিসহ বিভিন্ন অপরাধের ছয়টি মামলা আছে। এ ব্যাপারে রেল থানায় দু'জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে