শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

আলোচনা সভা

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে নৌকা বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিরাজদিখান উপজেলার শেখরনগর বালুরমাঠে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজন সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আমজাদ শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম প্রমুখ।

নির্বাচনী সিস্নপ বিতরণ

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানে সুবিধার জন্য প্রতিটি ওয়ার্ডের ভোটারদের কাছে নির্বাচনী সিস্নপ বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়ন আওয়ামী লীগ দুটি ওয়ার্ডের ভোটারদের মাঝে এ নির্বাচনী সিস্নপ বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, হাইজাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মোতালিব ভূঁইয়া, সম্পাদক জুনাইদ ভূঁইয়া প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি নুরুল হক ভূঁইয়া প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চারঘাট মহিলা ডিগ্রি কলেজ ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুজিবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক, পুলিশ সুপার সাইফুর রহমান প্রমুখ।

গণসংযোগ

ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের কর্মী-সমর্থকরা ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে ব্যস্ত সময় অতিক্রম করছেন। মঙ্গলবার উপজেলার শেখর ইউনিয়নের বাজিদাদপুর গ্রামে আরিফুর রহমান দোলনের পক্ষে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মৃধা। বিশেষ অতিথি ছিলেন শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ। এছাড়াও কৃষকলীগ নেতা আমীর বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনী পথসভা

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম-২ আসনে নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির সমর্থনে ফটিকছড়ির নাজিরহাট বাজারে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফখরুল আনোয়ার, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মো. মাইনুদ্দিন, বেদারুল আলম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, সৈয়দ মোহাম্মদ বাকের, আবু তালেব, ইসমাইল হোসেন, মো. হালিম, এ কে জাহেদ চৌধুরী প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে তিন শতাধিক হত-দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার এ কম্বল তুলে দিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান। ব্যাংক ভবনে এ সময়ে উপস্থিত থেকে বিতরণ কাজে অংশ নেন আইএফআইসি ব্যাংকের কাশিয়ানী শাখা ব্যবস্থাপক বেলাল হোসাইন, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, ব্যবসায়ী ওসিউর রহমান চুন্নু, সাংবাদিক আশরাফুজ্জামান, মাসুদ খন্দকার, শেখ পারভেজ, মোল্যা জুয়েল, ইমরান প্রমুখ।

নির্বাচনী প্রচারণা

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাট ও আন্দারিয়া পাড়ার মোড়সহ বিভিন্ন এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়। সিংগীহাটে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী। এ সময় কাঁশোপাড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আল মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বতন্ত্র প্রার্থী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা মাহবুব বেগ বাচ্চু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

কমিটি গঠন

ম পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের শিক্ষার্থী আতিক রাহাত রহমান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী ফারদ্বীন রহমান। সোমবার সাবেক সভাপতি শাফিন রহমান ও সাধারণ সম্পাদক আবদুলস্নাহ আল মৃদুলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। সভাপতি আতিক রাহাত রহমান বলেন, 'পবিপ্রবি ইউনিটকে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে। তবে সব স্বপ্নের পেছনেই একটিই লক্ষ্য যে পবিপ্রবিকে বিশ্বের দরবারে তুলে ধরা।'

মতবিনিময় সভা

ম আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে প্রিজাইডিং অফিসার এবং ভোটকেন্দ্র সংশ্লিষ্ট প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং অফিসার ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরানা রউফ, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, ওসি রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বিশাল মিছিল

ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহীর নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার আটটি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলমাকান্দা স্টেডিয়াম মাঠে মিলিত হন। সেখানে নৌকার মাঝি মোশতাক আহমেদ রুহী সরকারের উন্নয়ন ও কল্যাণমুখী বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচনী এলাকা নেত্রকোনা-১ এর সর্বস্তরের জনগণের কল্যাণ ও উন্নয়নের পক্ষে রায় প্রদানের জন্য আহ্বান জানান।

নির্বাচনী জনসভা

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আওয়ামী লীগ প্রার্থী মাহমুদ হাসান রিপনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার বোনারপাড়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এস এম সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও মোসলেম উদ্দিন বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবাবুব আরা বেগম গিনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোছা. জিলুফা সুলতানা। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।

উপকরণ বিতরণ

ম সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সমাজসেবা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুন্ডে বিভিন্ন উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন নেছা বেগমের সভাপতিত্বে ও সংগঠক কাইয়ুমের সঞ্চালনার বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার হাবিবুলস্নাহ, প্রকৌশলী মনির হায়দার, প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক। উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা পলস্নী সঞ্চয় কর্মকর্তা ফেরদৌসী আক্তার প্রমুখ।

পথসভা অনুষ্ঠিত

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ ও হাকিমপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিকের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিবলী সাদিক এমপি। আরও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জিয়াউর রহমান মানিক, ঘোড়াঘাট পৌর আ'লীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে