দুই জেলায় সড়কে ঝরল ৪ প্রাণ

কালিয়াকৈরে সিএনজি-পিকআপ সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃতু্য

প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এদিকে ঝিনাইদহ ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ চারজন নিহত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্যে বিস্তারিত খবর- কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় একই পরিবারের আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা সাগরচালা এলাকার মজিবুর রহমান (৭০) ও তার স্ত্রী হাবিবা বেগম (৬০)। তারা দুইজন গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমানের বৃদ্ধ পিতা-মাতা। জানা গেছে, গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব তার চাচাত বোনের জানাজার নামাজ পড়ার জন্য তার বাবা, মা, শাশুড়ি ও শ্যালকসহ একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় যাচ্ছিলেন। পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোলস্না জানান, 'ওই দুর্ঘটনায় দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর ঘাতক চালক ও পিকআপটি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।' ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা আলী হোসেন (৬০) ও ভাতিজা মাহফুজুর রহমান (২০) নিহত হয়েছেন। বুধবার ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আব্দুস ছামাদের ছেলে আলী হোসেন ও গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান। সাধুহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মুকুল হোসেন জানান, 'নিহত চাচা ভাতিজা আলমসাধু যোগে রাঙ্গীয়ারপোতা গ্রামের বাড়ি থেকে পাটকাটি কিনতে ফরিদপুর যাচ্ছিলেন। পথে আলমসাধু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।' ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, 'পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।' স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়া-রংপুর মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মিনি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার বগুড়া সদরের মাটিডালি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হন। নিহতরা হলেন- অটোরিকশা চালক মোখলেছুর রহমান (৫২) ও যাত্রী রফিকুল ইসলাম (৫০)। দুইজনের বাড়িই বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। হাইওয়ে পুলিশ জানায়, সকাল পৌনে ৮টার দিকে রংপুরের দিকে যাওয়া একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। ওই সময় ঘন কুয়াশা ছিল বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ আরও এক যাত্রী মারা যান। হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও মিনি ট্রাক তাদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।