নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ পারভেজ বলেছেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং দেশ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে নিজ নিজ দায়িত্বের প্রতি অবিচল থেকে কাজ করতে হবে।'
মঙ্গলবার নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী দায়িত্ব পালনকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা বিচু্যতি মেনে নেওয়া হবে না। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা প্রস্তুত থাকবে।'
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খবিরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ ও জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনিন আখতার, ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।