মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিলস্নুর রহমান। তিনি এবার দুর্নীতির বিরুদ্ধে দিয়েছেন হুঁশিয়ারি। বিজয়ী হলে প্রতিশ্রম্নতি দিয়েছেন, মৌলভীবাজারের সিন্ডিকেট ভেঙে দুর্নীতিমুক্ত করবেন। একটি স্মার্ট মৌলভীবাজার গড়ে তোলার এক স্বপ্ন দেখাচ্ছেন। এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মৌলভীবাজার আলোচনায় এসেছেন তিনি।
এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরই ভোটারদের জানান দেন যে, মৌলভীবাজার-৩ আসনের মানুষের আকাঙ্ক্ষার চেয়ে বেশি উন্নয়ন করবেন। মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নিজের টিম পাঠিয়ে মানুষের কথা শুনেতে চেয়েছেন। এখন যে ইউনিয়নেই যান নির্বাচনী সভা শুরু করেন উন্নয়ন প্রতিশ্রম্নতি দিয়ে। এ যেন চাওয়ার আগেই পাওয়া। মানুষের দাবির আগেই তিনি বলে দেন কোন ওয়ার্ডে কি কি প্রয়োজন।
তবে নতুন এই প্রার্থীকে নিয়ে সন্দিহান রয়েছেন এই আসনের সাধারণ ভোটরা। নাম প্রকাশ না করার শর্তে জেলা শহরের ডজন খানেক ভোটার জানান, এর আগে এই আসনে বহু প্রার্থী সমাজসেবার কথা বলেছেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর বাস্তবের সঙ্গে প্রার্থীর কথা ও কাজের মিল পাওয়া যায়নি। বর্তমান প্রার্থী জিলস্নুরের যদি কথা ও কাজে মিল থাকে, তবেই আমরা বুঝব, তিনি সত্যিকারের একজন জনদরদি।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার বলেন, 'আমাদের নেত্রী বুঝে শুনেই মনোনয়ন দিয়েছেন। আমরা বিশ্বাস করি নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মোহাম্মদ জিলস্নুর রহমান একজন তরুণ, তিনি চাইলে সব অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তাই আমি মৌলভীবাজার ও রাজনগরবাসীর কাছে আহ্বান জানাই যেন তাকে আমরা সংসদে পাঠাতে চাই।'
মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেন, আমার স্বামী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এই আসনের এমপি ছিলেন। কিন্তু উনি দায়িত্ব্ব শেষ হওয়ার আগেই চলে গেছেন। জিলস্নুর রহমানকে মহসিন আলী ছেলের মতো দেখতেন। আমরা চাই আমাদের কৃতী সন্তান জিলস্নুর রহমান এমপি হয়ে মহসিন আলীর অসম্পূর্ণ কাজ করুক।'
এ বিষয়ে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জিলস্নুর রহমান বলেন, 'আমাদের একটা টিম গত তিন মাস মৌলভীবাজার ও রাজনগরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছে কার কি লাগবে। আমরা সেভাবেই উন্নয়ন পরিকল্পনা নিয়েছি। মৌলভীবাজার-৩-কে দেশের অন্যতম স্মার্ট এড়িয়া গড়তে চাই। আমি একটি মহাপরিকল্পনা নিয়েছি। সেই লক্ষ্যেই কাজ করব।'