ময়মনসিংহ-৪ আসন
নৌকার প্রার্থী শান্তকে সংযত হতে বললেন ট্রাকের শামীম
প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
ময়মনসিংহ বু্যরো
ময়মনসিংহ-৪ (সদর) আসনে নৌকার প্রার্থী মোহিত উর রহমানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম। তিনি বলেন, 'আমার নেতাকর্মীদের হুমকি দেওয়া হয়। প্রার্থী নিয়মিত আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন। আমরা একই দল করি। আমি আপনাকে ছোট করতে চাই না। আপনি আপনার মুখটাকে সংযত করুন।'
বুধবার বিকালে নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড ও চরনিলক্ষীয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যে শামীম এসব কথা বলেন। নির্বাচনে জয়ী হলে ময়মনসিংহ-৪ (সদর) আসনের নৌকার প্রার্থীকে ফুল দিয়ে বুকে টেনে নেবেন জানিয়ে এ স্বতন্ত্র প্রার্থী বলেন, 'নির্বাচনে জিতে নৌকার প্রার্থী আমাকে ময়মনসিংহ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলছেন। আমি তো আপনাকে (শান্ত) বলি যে ফুল দিয়ে বরণ করে নেব। আমি জয়ী হলে তার বাসায় গিয়ে তাকে ফুল দিয়ে বুকে জড়িয়ে নেব।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী যেখানে বলছেন উৎসবমুখর পরিবেশে ভোট হতে হবে, আর সেখানে প্রার্থী বলছেন ভোটকেন্দ্রে না গেলেও তিনি জিতে যাবেন। যদি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য কাউকে বাধা দেয় এবং ভোট কারচুপির চেষ্টা করে প্রার্থী নিজেও রেহায় পাবে না। অনুসারি তো দূরের কথা।'
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ভোটকেন্দ্রে যাবেন। যাকে ভালো লাগে তাকেই ভোট দেবেন। আপনার ভোট কেউ নিয়ে যেতে পারবে না।'