খুলনায় দুস্থ ও অসহায় মানুষকের্ যাবের শীতবস্ত্র বিতরণ
প্রকাশ | ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
খুলনা অফিস
খুলনার্ যাব সদর দপ্তর মঙ্গলবার সকালের্ যাব ডিজি বলেন,র্ যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
তারি ধারা বাহিগতায় ২ জানুয়ারি জনাব এম খুরশীদ হোসেন অতিরিক্ত আইজিপি, গ্রেড-১, মহাপরিচালক,র্ যাব ফোর্সেস, হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়র্ যাব-৬, খুলনা পরিদর্শন করেন।
মহাপরিচালক পরিদর্শনকালের্ যাব-৬ সদর দপ্তরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন।
পরবর্তীতে, তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ও প্রতিবছর শীতের তীব্রতায় এবং শৈত্য প্রবাহে দেশের স্বল্প আয়ের মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্ট করে থাকে। আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে, নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতকরণে আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবের্ যাব।
এ সময় আরও উপস্থিত ছিলেনর্ যাব ফোর্সেস, হেডকোয়ার্টার্স, ঢাকার অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস্ মাহাবুব আলম, লে.কর্নেল মো. ফিরোজ কবির ওর্ যাব-৬ এর উর্ধ্বতন কর্মকর্তারা।