সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
গণসংযোগ ম মেহেরপুর প্রতিনিধি মেহেরপুর-১ আসনের নৌকার প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে গণসংযোগ ও পথসভা করছেন তার সহধর্মিণী কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা। সোমবার মেহেরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় পাড়া-মহলস্নায় লিফলেট বিতরণ ও নৌকার পক্ষে ভোট চান তিনি। পথসভায় মেহেরপুরের বিগত উন্নয়নসহ শান্তিপূর্ণ সব পরিস্থিতি তুলে ধরে সবাইকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান তিনি। গণসংযোগে পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। লিফলেট বিতরণ ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জন্য জনমত তৈরির লক্ষ্যে নওগাঁর মান্দায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। সোমবার উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়ের, শামিম হোসাইন সাজু, ছাত্রদল নেতা আল আমিন, রিসালাত-ই-সাজিদ, আতিকুর রহমান টুলু, রফিকুল ইসলাম প্রমুখ। পথসভা অনুষ্ঠিত ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদীতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এ ডি এম শহিদুল ইসলামের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। কুড়িকাহনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ ডি এম শহিদুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, এমএ মতিন প্রমুখ। নির্বাচনী পথসভা ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১৬ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুজিবুর রহমান সিআইপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার পুঁইছড়ির মাস্টার নজির আহমদ কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, ছনুয়া ইউপি চেয়ারম্যান এম হারুনুর রশিদ, পুঁইছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, পুঁইছড়ি ইউপি চেয়ারম্যান তারেকুর রহমান, পুঁইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আকবর হোসাইন প্রমুখ। উঠান বৈঠক ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. কামরুল হাসান খানের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঘাটাইল পৌর এলাকার রতনপুরে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নাট্যকার মামুনুর রশিদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মাসুদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিংস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান লিপু প্রমুখ। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে সরকারি সুফলভোগীদের মধ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছানোয়ার হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. ইউনুছ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তোফায়েল আহমেদ ও ভেটেরিনারি কনসালট্যান্ট ডা. শফিকুর রহমান শিবলী। প্রশিক্ষকরা বস্নাক বেঙ্গল ছাগল পালনের মাধ্যমে আত্মকর্মসংস্থান ও দারিদ্র্য দূরীকরণের জন্য বিজ্ঞান সম্মত উপায়ে ছাগল পালনের ওপর গুরুত্বারোপ করেন। মোড়ক উন্মোচন ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে শিশুপার্ক ও 'উন্নয়নে এনজিও' নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। মঙ্গলবার পৌর এলাকার দড়িসোম গ্রামে শীতলক্ষ্যা নদীর তীরে শিশুপার্কের উদ্বোধন ও পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী শফিকুল আলম, গাজীপুর পোড়াবাড়ীর্ যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ইয়াসির আরাফাত, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ। অবহিতকরণ সভা ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদল হাসান রাজু প্রমুখ। মতবিনিময় সভা ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। সোমবার শ্রীমঙ্গল গ্র্যান্ড তাজ পার্টি সেন্টার অ্যান্ড হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম আশরাফী প্রমুখ। সভা অনুষ্ঠিত ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জের লাখাইয়ে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক জিলুফা সুলতানা। মঙ্গলবার উপজেলা সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় করেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাসুকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হুসেন, জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, আলেয়া বেগম, ইউপি চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ, ওসি আবুল খায়ের, স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামসুল আরেফিন প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ সাংবাদিকরা অংশগ্রহণ করেন। শীতবস্ত্র বিতরণ ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌর এলাকার ধুমালী পাড়ায় শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ব্যারিস্টার ছামির সাত্তার। বিতরণকালে উপস্থিত ছিলেন মজিবর রহমান শাহীন তালুকদার, মোজাহারুল ইসলাম ভিমল, ভিপি রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ, ছাইদুর রহমান প্রমুখ। শীতবস্ত্র পেয়ে অসহায় ও শীতার্ত মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উলেস্নখ্য, ব্যারিস্টার ছামির সাত্তার প্রতি বছরই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকেন। শাখা উদ্বোধন ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা ডাচ্‌-বাংলা ব্যাংকের উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শহরের রথপাড়া মোড়ে নেওয়াজ টাওয়ারে উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্‌-বাংলা ব্যাংক কুষ্টিয়া শাখার ম্যানেজার শাহিনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম বিজলী, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, নেওয়াজ টাওয়ারে স্বত্বাধিকারী সাইফুল নেওয়াজ, আ. রাজ্জাক, কাউন্সিলর মিজানুর রহমান ডাবলু, উপ-শাখা ম্যানেজার নকিব উদ্দিন, ডা. মাহবুব প্রমুখ। বই বিতরণ ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর রাণীনগর উপজেলার গুয়াতা বাঁকাপাড়া গ্রামে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা 'মেঘনা অধ্যয়ন কেন্দ্রে' বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার কেন্দ্রের পরিচালক রবিউল সরদার, তার মা মেঘনা আক্তার ও বাবা আলম হোসেন সরদার উপস্থিত থেকে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় রবিউল ইসলাম বলেন, এ বছর তার কেন্দ্র থেকে ৯ জন শিক্ষার্থীকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছেন। এছাড়াও নতুন বছরে প্রায় ২০ জন শিক্ষার্থী তার কেন্দ্রে ভর্তি হয়েছে। ম্যারাথন প্রতিযোগিতা ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে'র আয়োজনে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার এম কে সি এম মাঠে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ১০০ জন কিশোর ও কিশোরী অংশ নেন। পরে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার প্রমুখ।