বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

পরিবেশ বিধ্বংসী কাজ বাড়লেও কমেছে প্রশাসনের তৎপরতা

হবিগঞ্জ প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
পরিবেশ বিধ্বংসী কাজ বাড়লেও কমেছে প্রশাসনের তৎপরতা

হবিগঞ্জ জেলায় নিয়ম না মেনে অবৈধভাবে বালু উত্তোলনসহ পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বাড়লে এ ধরনের অপরাধ দমনে কমেছে প্রশাসনের তৎপরতা।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ-প্রতিবেশ ও জীবনের জন্য অবৈধভাবে বালু উত্তোলনকারীদের থামানো প্রয়োজন। এক্ষেত্রে প্রশাসনের তৎপরতা কমে যাওয়া দুঃখজনক।

অনুসন্ধানে জানা গেছে, ২০২১ সালে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড ঠেকাতে ২৮ জনকে কারাগারে প্রেরণ ও ৭২ জনকে অর্থদন্ড করেছিল ভ্রাম্যমাণ আদালত।

অথচ ২০২৩ সালে অবৈধভাবে বালু উত্তোলন বৃদ্ধিসহ পরিবেশ বিধ্বংসী অপতৎপরতা বাড়লেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে সে বছরের চেয়ে কম। এক্ষেত্রে ২২ লাখ টাকা অর্থদন্ড করলেও কারাদন্ড দেওয়া হয়েছে মাত্র ৫ জনকে।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, পরিবেশ-প্রতিবেশ ও জীবনের জন্য অবৈধভাবে বালু উত্তোলনকারীদের থামানো প্রয়োজন। কিন্তু প্রকাশ্যে এমন বিধ্বংসী কাজ করা হলেও প্রশাসনের নীরবতা উদ্বেগজনক। এক্ষেত্রে সুপরিকল্পিত উদ্যোগ জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে