বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কাজিপুরে রাস্তা বন্ধ করায় দুর্ভোগ চরমে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
কাজিপুরে রাস্তা বন্ধ করায় দুর্ভোগ চরমে

সরাজগঞ্জের কাজিপুরে একটি কাঁচা রাস্তায় বেড়া দেওয়ায় স্থানীয় লোকজনের যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের বোরোইতলি গ্রামের রাস্তাটি মুক্ত করার জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।

জানা গেছে, বোরোইতলি গ্রামের পঞ্চিমপাড়ার মহলস্নাবাসীর যাতায়াতের জন্য একটি একটি মেঠ পথ রয়েছে। মহলস্নাবাসির সাড়ে পাঁচশ' পরিবার ওই মেঠ পথ দিয়ে ৪০ বছর ধরে যাতায়াত করছে। সম্প্রতি ওই রাস্তাটিতে বেড়া দিয়েছে জমির মালিক আব্দুল হামিদ। এতে করে রাস্তাটি দিয়ে যাতায়াতের পথ একেবারে বন্ধ হয়ে গেছে।

ওই মহলস্নায় বসবাসকারী ভুক্তভোগী স্থানীয় উদগাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল জানান, শুষ্ক মৌসুমে এদিক সেদিক দিয়ে যাতায়াত করা গেলেও বোরো মৌসুমে জমিতে পানি দিলে যাতায়াতের পথ একেবারেই বন্ধ হয়ে যাবে। প্রশাসনের প্রতি ভুক্তভোগীরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে