খুলনায় পৌঁছেনি মাধ্যমিকের সাড়ে চার লাখ বই

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

খুলনা অফিস
খুলনায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। সোমবার নতুন বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে খুলনা জেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লাখ ৫৩ হাজার ৩৫২টি বই এখনো পৌঁছায়নি। সূত্রে জানা গেছে, ৩৯৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৫টি স্কুল অ্যান্ড কলেজের ২৬ হাজার ৯৬৩ জন শিক্ষার্থীর জন্য পাঠ্য পুস্তকের চাহিদা ৩০ লাখ ৮৬ হাজার ৬৪৫টি। পাওয়া গেছে ২৬ লাখ ৩৩ হাজার ২৯৩টি বই। এখনো বাকি রয়েছে ৪ লাখ ৫৩ হাজার ৩৫২টি বই। এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্শকর্তা ফারহানা নাজ বলেন, 'আমরা ৮৫ শতাংশ বই পেয়েছি। বাকি বই খুব দ্রম্নতই পেয়ে যাব।' জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম জানান, জেলার ১ হাজার ৫৭৬টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ১৪ হাজার ১৩১ জন শিক্ষার্থীর জন্য ১০ লাখ ১৬ হাজার ৬৩৭টি বই ইতোমধ্যে চলে এসেছে।