নওগাঁ-৬ আসনে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে দ্বিমুখী লড়াই বেশ জমে উঠেছে। কাগজে-কলমে প্রার্থীর সংখ্যা আট জন হলেও ভোটের মাঠে চলছে ট্রাক ও নৌকা প্রতীকের দ্বিমুখী লড়াই। ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পালটে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের ধরন। দিনে-রাতে ভোটারদের দরজায় প্রার্থীরা যাচ্ছেন। ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সরব প্রচারণা। কর্মী-সমর্থকরা বিভিন্ন গ্রামে গিয়ে প্রার্থীর লিফলেট বিতরণ করছেন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকার রাস্তা-ঘাট, অলি-গলি, মাঠ-ঘাট ও পাড়া-মহলস্না। আর চায়ের দোকানগুলোতে চলছে স্ব স্ব প্রার্থীর কর্মী-সমর্থকদের গরম গরম গল্প। চা ব্যবসায়ীদের এখন রমরমা অবস্থা। পাশাপাশি সুন্দর সুন্দর কথা বলে চলছে মাইকিং। সব মিলিয়ে জমে উঠেছে ভোটের প্রচার প্রচারণা। নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, আত্রাই ও রাণীনগর উপজেলা নিয়ে নওগাঁ-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৭ হাজার ৯৭৩ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী নওশের আলী (কাঁচি), জাহিদুল (ঈগল), ন্যাশনাল পিপল্‌স পার্টির প্রার্থী খন্দকার ইন্তেখাব আলম (আম), জাতীয় পার্টির প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল (লাঙ্গল), তৃনমূল বিএনপির প্রার্থী পিকে আব্দুর রব (সোনালী আঁশ) ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী সরদার মো. আব্দুস সাত্তার (ডাব)। মাঠ পর্যায়ে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, এই আসনে নৌকা প্রতীকের আনোয়ার হোসেন হেলাল ও ট্রাক প্রতীকের ওমর ফারুক অন্যান্য প্রার্থীদের তুলনায় প্রচারণায় এগিয়ে আছেন।