বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
নওগাঁ-৩ আসন

ত্রিমুখী লড়াই হবে নির্বাচনে বলছেন সাধারণ ভোটাররা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ত্রিমুখী লড়াই হবে নির্বাচনে বলছেন সাধারণ ভোটাররা

যত ভোটের দিন ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা মাঠ তত জমজমাট হয়ে উঠেছে। এ আসনে ত্রিমুখী লড়াই হওয়ার কথা বলছেন সাধারণ ভোটাররা।

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে সরকার দলীয় মনোনীত প্রার্থী সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী নৌকা প্রতীক নিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, 'বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দলীয়ভাবে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নির্বাচিত হলে এ আসনে উন্নয়নমূলক সর্বোচ্চ কাজ করব। এছাড়া সচিব থাকা অবস্থায় এলাকায় অনেক কাজ করেছি।'

অন্যদিকে নৌকা প্রতীক না পেয়ে দুইবারের নির্বাচিত এমপি ছলিমুদ্দীন তরফদার সেলিম স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে প্রচারণা ও ভোট প্রার্থনা করছেন। এছাড়া সাবেক এমপি মরহুম আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরী মায়া তার স্বামীর কিছু প্রত্যাশা পুরণ করার লক্ষে স্বতন্ত্র হিসাবে ঈগল মার্কা নিয়ে মাঠে নেমেছেন।

সরেজমিনে এ আসনের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোটের দিন যত এগিয়ে আসছে স্বতন্ত্র প্রার্থীরাই এগিয়ে যাচ্ছেন। ভোট নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল থাকলেও স্বতন্ত্রদের সাদরে গ্রহণ করেছেন ভোটাররা। এমনকি তারা বলছেন, নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ৪ জন থাকলেও ২জন নৌকার প্রার্থীর সঙ্গে লড়াই চালিয়ে যাবে।

ভোটের মাঠের সার্বিক বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার বলেন, 'গত ১০ বছরের আমি মহাদেবপুর-বদলগাছী সাধারণ মানুষের পাশে থেকে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ করেছি। আমাদের দুই উপজেলার আরও কিছু কাজ বাকি রয়েছে। ফের নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।'

মরহুম আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাহফুজা আকরাম চৌধুরী মায়া বলেন, 'আমার স্বামী মহাদেবপুর-বদলগাছীর উন্নয়নমূলক কাজ করেছেন। এক সময় বিএনপির হাত থেকে এ আসন উদ্ধার করেছেন। এর ধারাবাহিকতায় আমাকে নির্বাচিত করবে সাধারণ ভোটাররা বলে আমার বিশ্বাস।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে