মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১
লালমনিরহাট-১ আসন

শিক্ষা-কর্মসংস্থান, উন্নয়ন ও শান্তির লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী আতাউরের ইশতেহার

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
গাইবান্ধায় জাতীয় নির্বাচন বাতিলের দাবিতে ইউনাইটেড ল'ইয়ার্স ফ্রন্টের আদালত বর্জনর্ যালি -যাযাদি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করলেন লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধান। তিনি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে জনগণের কল্যাণে ১৮ দফা বাস্তবায়ন করার ঘোষণা দেন।

নির্বাচনী ১৮ দফা ইশতেহার- ১. বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিল্পনির্ভর একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা। ২. আগামী পাঁচ বছরে ইউনিয়নভিত্তিক সমহারে সরকারি-বেসরকারি খাতে ৫০ হাজার এবং প্রবাসে ১০ হাজার লোকের কর্মসংস্থান। ৩. বামতীরে বাঁধসহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ এবং তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে আধুনিক ও সমৃদ্ধ একটি পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা। ৪. কৃষিজীবী মানুষের সার্বিক অবস্থার উন্নয়নে কৃষিঋণ সহজীকরণ এবং একটি বীজ সংরক্ষণাগার নির্মাণ। ৫. শিক্ষকবৃন্দ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমাজের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিতকরণ এবং রাজনৈতিক বিবেচনা পরিহার করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে দ্রম্নত এমপিওভুক্তকরণ। ৬. এইচএসসি পাসের পর উচ্চশিক্ষা গ্রহণেচ্ছু ও বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর তালিকা প্রণয়ন এবং আবেদনসাপেক্ষে দরিদ্র শিক্ষার্থীগণের জন্য বেসরকারি বৃত্তির ব্যবস্থা। ৭. স্থানীয় ব্যবসায়ী, নারী ও নবীন উদ্যোক্তাদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি। ৮. হাতীবান্ধা উপজেলা শহরকে পৌরসভা এবং বুড়িমারী স্থলবন্দরকে দেশের প্রধানতম স্থলবন্দরে রূপায়ন। ৯. স্বাস্থ্যসেবার উন্নয়নসহ হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সকে ২০০ শয্যায় উন্নীতকরণ। ১০. সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী মানুষদের জন্য বর্তমানের তুলনায় দ্বিগুণসংখ্যক ভাতা ও কার্ড নিশ্চিতকরণ এবং চরাঞ্চলের মানুষের জন্য মাস্টারপস্ন্যান। ১১. বিদু্যতের লোডশেডিং শূন্যে নামিয়ে আনা এবং শিল্পকারখানার উপযোগী হাইভোল্টেজ বিদু্যৎ। ১২. আঞ্চলিক সড়কগুলো সংস্কার এবং ঢাকা-রংপুর চার লেন মহাসড়ককে বুড়িমারীর সঙ্গে সংযোগের কাজে গতিসঞ্চার। ১৩. ঢাকার সাথে সরাসরি যোগাযোগে এক্সপ্রেস রেলওয়ে সার্ভিস এবং ব্রডগেজ লাইন চালু। ১৪. হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণে বরাদ্দ। ১৫. খেলার মাঠে অর্থায়ন এবং দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ। ১৬. নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক বিপস্নব। ১৭. হাতীবান্ধা উপজেলায় একটি মিনি স্টেডিয়াম বাস্তবায়ন করা। ১৮. রংপুর এবং লালমনিরহাটের সাথে বাস যাতায়াতের দ্রম্নত ব্যবস্থা নেওয়া।

স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন- ''যদি আপনাদের জনপ্রিয়তা থাকে তাহলে আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন,'' সেই ঘোষণার প্রেক্ষিতে আমি ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছি।'

তিনি আরও বলেন, 'একটি পক্ষ বিএনপিকে নিয়ে ভোটের দিন কিংবা ভোটের আগের দিন কেন্দ্রে ককটেল ফাটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছে এমন আভাস মিলছে। আমি আশা করি সব বাধা অতিক্রম করে নির্বাচনে সাধারণ মানুষ ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে