'সবাই যেন উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে'

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলীতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান -যাযাদি
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, 'সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসে। ভোট দেওয়া সব নাগরিকের সাংবিধানিক অধিকার এবং সম্মানের বিষয়। ভোটকে উৎসব মুখর করে তুলুন।' মঙ্গলবার রাজস্থলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জেলা প্রশাসক আরও বলেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের কেউ যদি ভোট দিতে বাধা দেয় তাহলে ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রবিরোধী ও ভোট দানে কারচুপি করলে ভালো হবে না।' উপজেলার নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাজস্থলী সাব জোন কমান্ডার মেজর আবদুলস্নাহ আল মাহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা, সহকারী পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) সাইকুল ইসলাম, ওসি ইকবাল হোসেন ও চন্দ্রঘোনা আনছারুল করিম।