নানা আয়োজনে সমাজসেবা দিবস পালিত

প্রকাশ | ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে বেলুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন করা হয় -যাযাদি
'সমাজসেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ' প্রতিপাদ্যে সারা দেশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার আঞ্চলিক স্টাফ রিপোর্টার, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে দিবসটি উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান, মাহবুউল খোশনবিস প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় সমাজসেবা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় সুবিধাভোগীদের মধ্যে প্রতিবন্ধী আইডি কার্ড, দারিদ্যমুক্ত ক্ষুদ্র ঋণ ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রম্নব জ্যোতির্ময়, সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক কামরুল হাসান সরকার, জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান মলিস্নক, সদর উপজেলা সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফ আলী, জিইউকের প্রতিনিধি আফতাব হোসেন প্রমুখ। শেরপুর প্রতিনিধি জানান, শেরপুর জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এক বর্ণাঢ্যর্ যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।র্ যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ টি এম আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেল, সাংবাদিক জি এইচ হান্নান, বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএসের রতন কুমার সাহা প্রমুখ। রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রায়পুরে দিবসটি উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ মামুনুর রশিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ। পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটির্ যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী।র্ যালি শেষে উপজেলা পরিষদ মিনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় সমাজসেবা দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজলো ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল মুনসুর আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন। পরে উপজেলার প্রতিবন্ধীদের মাঝে ১ লাখ ৪৫ হাজার, মাতৃকেন্দ্রের সদস্যদের মাঝে ১ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের লোহাগাড়ায় দিবসটি উপলক্ষে হুইলচেয়ার বিতরণ, নগদ অনুদান, ভিক্ষুক পুনর্বাসনের আওতায় দোকানের সাইন বোর্ড হস্তান্তর ও আলোচনার সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম। আরও বক্তব্য রাখেন লোহাগাড়া বিআরডিবি'র চেয়ারম্যান আরমান বাবু রুমেল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পলস্নী উন্নয়ন কর্মকর্তা জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবী সংস্থা 'দীপ্ত'র সভাপতি আবদুল জব্বার ফিরোজ। ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্যর্ যালি বের করা হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলাবিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায়র্ যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ'র পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন, এনজিও সোভার নির্বাহী পরিচালক আনোয়ারুল আজাদ লিটন, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম সরদার প্রমুখ। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর ইসলাম আতিক। কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় দিবসটি উপলক্ষে একর্ যালির অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. খালেক তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান অনিক, একাডেমি সুপার ভাইজার তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহানারা খাতুন, উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা জান্নাতুর ইসলাম মীম।