মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

শিবগঞ্জে বই উৎসব উদযাপিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ০৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
বগুড়ার শিবগঞ্জে নতুন বই হাতে খুদে শিক্ষার্থীরা -যাযাদি

বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার স্কুলে স্কুলে উৎসবমুখর ও আনন্দঘনভাবে বই উৎসব উদযাপিত হয়েছে। সদরের বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু ও নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্শেদ, এসএম ছারোয়ার জাহান, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।

অন্যদিকে মোলামগাড়ী উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, আনিছুর রহমান, শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ।

এছাড়াও উপজেলার ৯৫টি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি স্কুল এবং ২৪৩টি প্রাথমিক বিদ্যালয় এক যোগে বই বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে