মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মেহেরপুরের গাংনীতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এক চা দোকানির মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খাঁ নদে পাড়ে লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে ৯৯৯ নাম্বারে কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার ভেতরে সিমেন্ট মিশ্রিত ইটের কংক্রিট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে সেজন্য বস্তার ভেতরে ইটের কংক্রিট দেওয়া হয়েছে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, 'খবর পেয়ে লাশটি উদ্ধারে কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।'
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে বিদু্যৎস্পৃষ্ট হয়ে ইসরাইল হোসেন (৪০) নামের এক চা দোকানির মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বাওট বাজারে বৈদু্যতিক তারের সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। ইসরাইল হোসেন ওই গ্রামের ইউনুস আলীর ছেলে।
জানা গেছে, ইসরাইল হোসেন বাওট বাজারে চা বিক্রি করত। দোকানে বিদু্যতের তার মেরামত করার সময় বিদু্যৎস্পৃষ্ট হন তিনি। মসজিদে কোরআন শরীফ পড়তে আসা শিশুরা তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা দ্রম্নত ইসরাইল হোসেনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।