বিএসডিআই'র আয়োজনে 'ওমেন্স এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্কিং নাইট' উদযাপন
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (বিএসডিআই) উদ্যোগে 'এবার আমি হব স্বাবলম্বী' এই স্স্নোগানে সেইপ (ঝঊওচ) প্রজেক্টের অধীনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো 'ওমেন্স এন্ট্রেপ্রেনিউরশিপ নেটওয়ার্কিং নাইট ২০২৩।' ২০১৯-২০২৩ পর্যন্ত বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন অ্যান্ড এন্ট্রেপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট এবং আইটি ফ্রিল্যান্সিং কোর্সে ট্রেনিং প্রাপ্ত ৫২৫ নারী উদ্যোক্তাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং ৩০০-এর অধিক সফল নারী উদ্যোক্তা এই নেটওয়ার্কিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ডক্টর মো. সবুর খান। বিশেষ অতিথি ছিলেন- ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর কেএম হাসান রিপন।
বেশ কয়েকটি চমৎকার সেগমেন্টের মাধ্যমে সাজানো হয় পুরো প্রোগ্রাম। এর মধ্যে উলেস্নখ্যযোগ্য ছিল ওমেন এম্পাওয়ারমেন্ট, স্টার্টআপ প্রোমোটিং, নেটওয়ার্কিং, উদ্যোক্তা ইকোসিস্টেম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র?্যাফেল ড্র। অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাদের সফলতার গল্পের পেছনের পথযাত্রা সবার সঙ্গে শেয়ার করেন এবং অন্যদেরও স্বাবলম্বী হতে আহ্বান জানান। মূলত নারী উদ্যোক্তাদের নেটওয়ার্কিংকে আরও শক্তিশালী করা এবং তাদের সফলতার গল্প সবার মধ্যে তুলে ধরাই ছিল এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। সংবাদ বিজ্ঞপ্তি