সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কম্বল বিতরণ ম স্টাফ রিপোর্টার, ভোলা ভোলায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভোলা শাখায় সাড়ে তিনশ' হতদরিদ্র শীতার্ত ও বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন বাদল, ব্যাংকের সেকেন্ড অফিসার সৈয়দ রেজাউল করিম, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল মান্নান হাওলাদার জুয়েল, সিনিয়র অফিসার আরিফুর রহমান, সিনিয়র অফিসার আব্দুর রহমানসহ ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীরা। দিবস উদযাপন ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি দক্ষতা অর্জন করে বৈধপথে বিদেশ যাওয়ার পরামর্শ জেলা প্রশাসকের প্রবাসীর কল্যাণ, 'মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার' এ প্রতিপাদ্যে সারা দেশের মতো গত শনিবার চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো উদযাপন হয়েছে জাতীয় প্রবাসী দিবস। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকের্ যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ (অর্থ ও প্রশাসন), টিটিসির অধ্যক্ষ মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। সর্বোচ্চ করদাতা ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের নিকলী উপজেলার মেসার্স জিএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তাজুল ইসলাম তাজ সর্বোচ্চ করদাতা হিসেবে কিশোরগঞ্জ থেকে সম্মান সূচক সি.আই.পি হলেন। তার পিতা মরহুম আব্দুল জলিল মহাজন এ এলাকায় ব্যবসা করে আসছিলেন। তারই ব্যবসায়ী ছেলে তাজুল ইসলাম তাজ ২০০০ সাল থেকে ঠিকাদার ব্যবসা করে আসছেন। নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি। নিকলীতে তার পিতা মরহুম আব্দুল জলিল মহাজন জীবিতকালীন সময়ে হতদরিদ্রদের সাহায্য সহযোগিতা করতেন। তার ছেলে সি.আই.পি তাজুল ইসলাম তাজ ও বাবার ধারাবাহিকতা বজায় রেখে আসছেন। দুর্ধর্ষ চুরি ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের মধ্য ভাগলপুর গ্রামে গত রোববার দিবাগত গভীর রাতে জিলস্নু রহমানের ছেলে চঞ্চল মিয়ার নির্মাণাধীন বাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। তার বাড়ি থেকে দুর্বৃত্তরা এঙ্গেল রড, বিদু্যতের তারসহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। তার আনুমানিক মূল্য হবে প্রায় অর্ধ লাখ টাকা। এ বিষয়ে সোমবার সকালে চঞ্চল মিয়া বাদী হয়ে বাজিতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুরস্কার বিতরণ ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জের রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের পেস্ন থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শাখার ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। সোমবার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম। কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল। সহকারী শিক্ষক মাহবুব নিলয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি কে.ইউ কলেজের প্রভাষক রবিউল ইসলাম, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ। উঠান বৈঠক ম কেশবপুর (যশোর) প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম উঠান বৈঠক করেছেন। এ সময় শেখ হাসিনার উন্নয়নের ধারায় কেশবপুরকে স্মার্ট উপজেলায় পরিণত করতে আগামী ৭ জানুয়ারি নির্ভয়ে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। শনিবার দিনভর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের তেঘরি, পরচক্রা, ফতেপুর, হাড়িয়াঘোপ, খোপদহী ও ভান্ডারখোলা এলাকায় পৃথক উঠান বৈঠক ও গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে তার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলে গত রোববার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফিরোজা খাতুন। প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন সরকারি ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মতিউর রহমান, ভেড়ামারা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আলিম, মাদ্রাসার সুপার হাফেজ ফয়জুল আজিজ প্রমুখ। পথসভা অনুষ্ঠিত ম ফেনী প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ত্রী-সন্তান ও ভাই-বোনসহ নিকটাত্মীয়দের নিয়ে নির্বাচনের মাঠে নৌকার প্রচারণার অংশ হিসেবে পথসভা করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকার প্রচারণামূলক পথসভায় তারা অংশ নেন। এ সময় স্ত্রী নুরজাহান বেগম নাসরিন, বড় মেয়ে নুর আহাদ জাহান স্নিগ্ধা ও ছোট মেয়ে স্নেহা হাজারী হাত নেড়ে অভ্যর্থনার জবাব দেন। ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয় ও মরুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সভায় বক্তব্য রাখেন নিজাম হাজারীর বোন আঞ্জুমান আরা বেগম লতা। তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন। সেদিন কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন। দয়া করে সবাই নৌকা মার্কায় ভোট দেবেন। সভায় স্বজনদের মধ্যে ছোট ভাই আব্বাস উদ্দিন হাজারী, জেঠাতো ভাই কুতুব উদ্দিন হাজারী, বড় বোন কামরুন নাহার কচি ও মেঝ বোন রোকসানা আফরোজ লুচি, বড় ভাবি মোহছেনা আক্তার, ভাতিজি তুলতুল হাজারী, চাচাতো ভাই পৌরসভার কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাশেদুল হক হাজারী অংশ নেন। অভিভাবক সমাবেশ ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার দাউদকান্দির গৌরীপুরে ফিউচার আইসিটি স্কুলে বই বিতরণ উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ফিউচার আইসিটি স্কুলের হল রুমে বই বিতরণপূর্বক শিক্ষার গুণগত মান বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফিউচার আইসিটি স্কুলের ভাইস প্রিন্সিপাল এম এ হাসানের সভাপতিত্বে বই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিউচার আইসিটি স্কুলের চেয়ারম্যান শফিউল বাশার সুমন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের ভাইস চেয়ারম্যান মো. সাদ্দাম, গৌরীপুর বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম লিটন। প্রার্থীকে বরণ ম মাভাবিপ্রবি প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ টাঙ্গাইল-৫ (সদর) সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মামুন-অর-রশিদ মামুনের নির্বাচনী মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ফুলের তৈরি নৌকা দিয়ে বরণ করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মকর্তাদের প্রশিক্ষণ ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের কাহারোল উপজেলায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিশিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার কাহারোল উপজেলার রামচন্দ্রপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম, এসি ল্যান্ড মাঈদুল ইসলাম, জেলা সিনিয়র নির্বাচন অফিসার কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ইকবাল হোসেন, কাহারোল থানার ওসি ফারুকুল ইসলাম প্রমুখ। স্মরণ সভা অনুষ্ঠিত ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা মরহুম অছিউর রহমানের স্মরণ ও শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জালাল আহমেদ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক ফারুক আহমদ ও হেলাল উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র শিক্ষক নুর হোসাইন, রফিক মাহমুদ ও মনসুর আলম। সভা অনুষ্ঠিত ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের-৪ (উলস্নাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি উলস্নাপাড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উলস্নাপাড়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ব্যাংকের উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, মাহবুব ছারোয়ার বকুল, আরিফ-বিন-হাবিব আমিনুজ্জামান অলক প্রমুখ উপস্থিত ছিলেন।