কসবায় এলজিইডির সাত কর্মকর্তা কর্মচারীকে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ
প্রকাশ | ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্মার্ট কসবা বিনির্মাণে কাজের দক্ষতা ও মান বিবেচনার ভিত্তিতে এলজিইডি'র ২০২৩ সালের শ্রেষ্ঠ সাত কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কার দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার সকালে কসবা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পুরস্কার বিতরণী সভার আয়োজন করে।
উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং কসবা প্রেস ক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মো. আজহারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুল আজিজ, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা পৌরসভার সাবেক মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী তাহসিনুর রহমান, শ্রেষ্ঠ শুদ্ধাচার উপ-সহকারী প্রকৌশলী বাহার উদ্দিন, শ্রেষ্ঠ স্টাফ (টেকনিক্যাল) সার্ভেয়ার আবদুল আওয়াল, শ্রেষ্ঠ উপ-সহকারী প্রকৌশলী (প্রকল্প) অনিন্দ্র বিশ্বাস, শ্রেষ্ঠ স্টাফ (নন টেকনিক্যাল) কম্পিউটার অপারেটর মো. জাকিরুল ইসলাম, শ্রেষ্ঠ পরিশ্রমী স্টাফ ইলেকট্রিশিয়ান মো. আতিয়ার রহমান ও শ্রেষ্ঠ কার্য-সহকারী মো. মামুনুর রশিদ।