হত্যা-আত্মহত্যা, দগ্ধ হয়ে পাঁচ জেলায় পাঁচজনের মৃতু্য হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জ, ফেনী, রাজবাড়ীর গোয়ালন্দ, সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও মানিকগঞ্জের শিবালয়ে এসব মৃতু্যর ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদরের পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে পারিবারিক কলহে সৃষ্ট মারামারিতে সত্তার তালুকদার (৬৫) নামের একজন ভ্যান শ্রমিক নিহত হয়েছেন। সোমবার এ ঘটনার পর পুলিশ তার লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সত্তার সকালে বাড়িতে পারিবারিক কলহে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিবেশী মনিরা বেগম তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় আশিষ কুমার সরকার (৪০) নামে দগ্ধ এক ব্যক্তির মৃতু্য হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার স্ত্রী ও শিশু সন্তান। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আশিষ ময়মনসিংহের ধুবাউড়া উপজেলার নেপাল সরকারের ছেলে। ওষুধ কোম্পানি এরিস্টোফার্মার ফেনী ডিপোর জুনিয়র অ্যাকাউন্টন্স অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
নিহত আশিষ কুমার সরকারের দগ্ধ স্ত্রী টুম্পা রানী সরকার জানান, বুধবার রাতে তার স্বামী অফিস থেকে বাসায় ফেরার পর রান্না করতে গিয়ে দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘাট থানায় কর্মরত জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই (নিরস্ত্র) মনিরুজ্জামান মনির (৫৫) মারা গেছেন। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। তিনি গোয়ালন্দ ঘাট থানায় কর্মরত ছিলেন ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মো. হাসমত আলী মুন্সীর ছেলে।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ছাগলে মরিচ গাছ খাওয়াকে কেন্দ্র করে এক কিশোর খুন হয়েছে। নিহত কিশোরের নাম নাইম মিয়া (১৭)। সে রনসী গ্রামের বশির আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায় পূর্ব পাগলা ইউনিয়নের রসনী গ্রামে।
জানা যায়, সন্ধ্যায় নাইমের চাচাতো ভাই আছকন্দর আলীর ছেলে জাবেল আহমদের ছাগল প্রতিবেশী অজুদ মিয়াগংদের মরিচ ক্ষেতে ঢুকে পড়ে এবং মরিচের গাছ খাওয়া শুরু করে। এ সময় প্রতিবেশী অজুদ মিয়ার ছেলে ফুল মিয়া ছাগলের মালিককে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন নাইম ক্ষতিপূরণ দেবে বলে আশ্বস্ত করলেও প্রতিপক্ষ তাকে ও তার পরিবারের লোকজনকে মারপিট করে। এক পর্যায়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে নাইম আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদীর হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের ৬ জনকে আটক করা হয়েছে।
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের শিবালয়ে মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী শাহানাজ আক্তার (১৯) গত রোববার বিকেলে বিষ পানে আত্নহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার উথলী ইউনিয়নের বর্ধমানকান্দি গ্রামে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।