বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ৫৫ শিশুর প্রাণহানি

মো. নূরুল হক কবির, হবিগঞ্জ
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ৫৫ শিশুর প্রাণহানি

গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলায় পানিতে ডুবে ৫৫ জন শিশুর মৃতু্য হয়েছে।

বিজ্ঞজনরা বলেছেন এ জেলায় পানিতে ডুবে শিশু মৃতু্যর হার বাড়ছে সচেতনতা এবং সাঁতার কাটার দক্ষতার অভাবে।

গণমাধ্যমের খবর অনুযায়ী ২০২৩ সালে পানিতে ডুবে সবচেয়ে বেশি ১০ শিশুর মৃতু্য হয় বাহুবল উপজেলায়।

এছাড়া বানিয়াচং ও মাধবপুর উপজেলায় ৯ জন করে, চুনারুঘাট ও আজমিরীগঞ্জে ৪ জন করে, সদর উপজেলায় ৮ জন, নবীগঞ্জে ৬, শায়েস্তাগঞ্জে ৩ এবং লাখাই উপজেলায় আরও ২ জন শিশু মারা যায়।

মারা যাওয়া শিশুদের অধিকাংশ পাঁচ বছরের কম বয়সি। বাড়ির পাশে ছোট-বড় জলাশয়ে ডুবে তাদের মৃতু্য হয়। এ বছর একসঙ্গে একাধিক শিশুর মৃতু্যর ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে- হবিগঞ্জে পানিতে ডুবে মৃতু্যর হার জাতীয় গড়ের চেয়ে বেশি। অভিভাবকদের সচেতনতা ও সাঁতার কাটায় দক্ষতার অভাবে এ হার বাড়ছে।

এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল যায়যায়দিনকে বলেন, 'জলাশয়ের কাছাকাছি গেলে শিশুরা যে ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে সে সম্পর্কে বাবা-মা ও সমাজের লোকজন যদি আরও সচেতন হন এবং শিশুদের সাঁতার শেখান, তাহলে প্রতি বছর অনেক অকাল মৃতু্য এড়ানো যেতে পারে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে