মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা খুদে শিক্ষার্থীরা

স্বদেশ ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা খুদে শিক্ষার্থীরা

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি শিক্ষার্থীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে খুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা এসব খুদে শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, সারা দেশের সঙ্গে মৌলভীবাজার জেলায় বই উৎসব শুরু হয়েছে। উৎসব উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসক পরিচালিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম।

তিনি জানান, জেলায় মোট ৫ লাখ ৭১ হাজার ৬৭ জন শিক্ষার্থীর চাহিদার বিপরীতে জেলা জুড়ে সোমবার ৪১ লাখ ৬১ হাজার ২৯৫ বই মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়।

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) বর্ণালী পাল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ শাফকাত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এহসানা রহমানসহ অনেকে।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে নতুন বই তুলে দেওয়া হয়েছে জমজ পাঁচ ভাই-বোনের হাতে। তারা প্রাথমিকের লেখাপড়া শেষ করে সদর উপজেলার বৌলতলী সাহাপুর সম্মিলনী হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছে। নতুন বই হাতে পেয়ে আনন্দে উৎফুলস্ন জমজ পাঁচ ভাই-বোন রুবাইয়া খান হীরা, রুশা খান মনি, রামিশা খান মুক্তা, রায়শা খান মালা ও মাহির সালমান খান। সোমবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবীরের সভাপতিত্বে বই উৎসবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, বীনাপানি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অর্চনা বিশ্বাস, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ওঝা, সহকারী কমিশনার (ভূমি) শাম্মী কায়সারসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ বছর জেলায় মোট ১১ লাখ ২৫ হাজার ৫৪০ বই বিতরণ করা হয়।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর জেলায় প্রাথমিক পর্যায়ে ১২ লাখ ৩৬ হাজার এবং মাধ্যমিক স্তরে সাড়ে ২২ লাখ বই বিতরণ করা হয়েছে। সোমবার শহরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বই বিতরণ উৎসবে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান। পরে চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলামসহ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন।

ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরের ১২৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উলস্নাসে মেতে উঠে ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী। এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে এই বই বিতরণ করা হবে।

এ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন পুলিশ সুপার মোর্শেদ আলম। এ সময় প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলা স্কুল মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণপদ ঘোষাল জানান, ফরিদপুরে মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদ্রাসা ও কারিগরি ৩৬৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৫১ হাজার ৭৩০ জন শিক্ষার্থীর বইয়ের চাহিদা ছিল। এর বিপরীতে বিতরণ করা হয়েছে ১৫ লাখ ১৩ হাজার ১২১টি। বাকিগুলো কয়েক দিনের মধ্যে দেওয়া হবে।

এদিকে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, জেলায় ৮৮৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৮২ হাজার। সব শিক্ষার্থীর মধ্যে চাহিদা অনুযায়ী ১১ লাখ ৫৪ হাজার ৪২৬টি বই বিতরণ করেছি।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে ৮৩ লক্ষাধিক নতুন বই বিতরণ হয়েছে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে ৩২ লাখ ও মাধ্যমিক পর্যায়ে ৫১ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। জেলার সব সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কিন্ডারগার্টেনসহ সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে এসব বই বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে গাজীপুর জেলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ওই বই উৎসব উদ্বোধন করেন।

এ সময় গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইয়াসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে সোমবার সকাল থেকে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, প্রাথমিক স্তরে শতভাগ ও মাধ্যমিক স্তরে ৫০ শতাংশ, মাদ্রাসার এবতেদায়ী স্তরে শতভাগ এবং দাখিল স্তরের অর্ধেক বই পৌঁছেছে। যা বছরের প্রথম দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক জানান, মাদ্রাসার এবতেদায়ী স্তরে মোট শিক্ষার্থী ৩৩ হাজার ৬১০ জন। বইয়ের চাহিদা ২ লাখ ৪০ হাজার ৮৮০। এর মধ্যে বই পাওয়া গেছে ২ লাখ ৩০ হাজার ১৫০। মাধমিক স্তরে শিক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৪১০ জন। বইয়ের চাহিদা ১৭ লাখ ৪৪ হাজার ৮২০। কিন্তু এসেছে ৯ লাখ ২২ হাজার ১১০টি বই। এর মধ্যে নবম শ্রেণির ১১ বই এর মধ্যে মাত্র তিনটি বই বাকি রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামে নতুন বছরে নতুন মোড়কে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। সোমবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।

এ বছর প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৭ হাজার ৬৫০ জন এবং বরাদ্দ অনুযায়ী বই পাওয়া গেছে ১৪ লাখ ১৪ হাজার ৬৮০টি। মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২২ হাজার ৬৫২ জন। বইয়ের চাহিদা ছিল ৩৫ লাখ ২৫ হাজার। পাওয়া গেছে ৩০ লাখ ৬০ হাজার ৩৬৫টি।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে জেলা পর্যায়ে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন। বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরায়া পারভীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেয়। প্রথম দিনে এই বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৪০ জন শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়। সরকারি ও বেসরকারি মিলিয়ে জেলায় ৪৪৯টি বিদ্যালয়ের ৮০ হাজার ৬৭৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৩৭ হাজার ৯১টি বই বিতরণ করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, প্রতি বছরের ন্যায় এবারও নতুন বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ উলস্নাসের মধ্য দিয়ে বই উৎসব ২০২৪ পালিত হয়েছে। কিন্ডারগার্টেন, এবতেদায়ী মাদ্রাসাসহ প্রাথমিক বিদ্যালয় পর্যারের ৭০ হাজার ৭৮১ জন শিক্ষার্থী ও মাধ্যমিক বিদ্যালয় পর্যারেয় ৪০ হাজার ৩১৭ জন শিক্ষার্থীর মাঝে এ বই বিতরণ করা হয়। সোমবার উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়, ভুলতা স্কুল অ্যান্ড কলেজ, সরকারি মুড়াপাড়া মডেল পাইলট হাইস্কুল, জনতা উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, গর্ন্ধবপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়, উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়, কায়েতপাড়া এলাকার ব্রাইট বেবি আইডিয়াল হাইস্কুলসহ সব প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজে বই তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল মোলস্না। কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকার বীরপ্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে বই তুলে দেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সরকারি মুড়াপাড়া মডেল পাইলট হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন প্রধান শিক্ষক শাহ আলম, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন ফরিদ হোসেন মোলস্না, কায়েতপাড়া এলাকার ব্রাইট বেবি আইডিয়াল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক উপস্থিত ছিলেন।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ ২০২৪ সালের বিনামূল্য সরকারি পাঠ্যপুস্তক বিতরণ উৎসব সোমবার অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজমত উলস্না খান। বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী, গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য কাজী মো. সেলিম, ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার প্রমুখ।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউএনও শাহ্‌ মো. সজীব নতুন বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. আলমগীর প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। উপস্থিত ছিলেন ইউএনও ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাহিদ তামান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সজিবুল করীম, সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের মিঞা, প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে