মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের 'ভায়া ক্যাম্প' উদ্বোধন

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৪, ০০:০০
নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে 'ভায়া ক্যাম্প' উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও শ্রাবণী রায় -যাযাদি

'নতুন বছরের শুরুটা হোক চমৎকার কিছু আয়োজনে, জীবন রক্ষাকারী সুন্দর কিছু মানবসেবায়'- এর আলোকে নওগাঁর পোরশায় উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আয়োজনে 'ভায়া ক্যাম্প' উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি কেন্দ্রে, ৩০ থেকে ৬০ বছর বয়সি নারীদের জরায়ুমুখ ক্যানসারের স্ক্রিনিং টেস্ট ও ভায়া (ঠওঅ) টেস্টের জন্য উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

এ সময় উপস্থিত ছিলেন কনসালটেন্ট (গাইনি) ডা. সাদিয়া শারমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম, গঙগঈঐ ডা. কামরুজ্জামান, ইঝগগট থেকে আগত ভায়া এক্সপার্ট টিম, নওগাঁ জেলা ভায়া কোর্ডিনেটর টিটন হোসাইনসহ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের ভায়া টিম। সার্বিক তত্ত্বাবধানে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা জানান, তারা তাদের এক্সপার্ট টিম নিয়ে সবার পাশে থেকে এই পাঁচ দিন কাজ করবেন। তবে তারা মহিলাদের জরায়ুমুখ ক্যানসার নির্মূলে কাজ করবেন বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে