সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্য অপরিহার্য
প্রকাশ | ০১ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল বলেছেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় পেশাগত ঐক্য অপরিহার্য। গণমাধ্যম সমাজের দর্পণ, জাতির বিবেক, জনতার কণ্ঠস্বর, রাষ্ট্রের চতুর্থস্তম্ভ ইত্যাদি নানা নামে গণমাধ্যমকে অভিহিত করা হয়। কিন্তু সেই জাতির বিবেকের ওপর চলে নানা জুলুম, অন্যায়-অত্যাচার, গণমাধ্যমকর্মীদের ওপর করা হয় নির্যাতন এমনকি তাদের হত্যা করা হচ্ছে। কিন্তু খুনি ও নির্যাতনকারীরা আইনের আওতায় আসছে না, তাদের শাস্তি হচ্ছে না। এ বিষয়ে সাংবাদিক ইউনিয়ন বা সংগঠনগুলোর ঐক্য প্রয়োজন।
তিনি আরও বলেন, 'দেশের আর্থসামাজিক উন্নয়নে সাংবাদিকদের অসামান্য অবদান রয়েছে। ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বাঙালি জাতির সব আন্দোলন-সংগ্রাম ও অর্জনে সাংবাদিকদের ভূমিকা অসামান্য।'
তিনি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও তাদের নিরাপত্তায় সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা ও ২০২৩ সালের বর্ষসমাপনী উদযাপন উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ শর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সভাপতি শাজাহান মোলস্নার সভাপতিত্বে ও মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় সংস্থার কেন্দ্রীয় নেতারা আলোচনায় অংশ নেন। আলোচনা শেষে বিগত দিনে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মো. গণি মিয়া বাবুল। ম সংবাদ বিজ্ঞপ্তি