মোলস্নাহাটে নকল সার বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে নকল সার কিনে প্রতারিত হচ্ছে কৃষক সমাজ। এ খবর পেয়ে মোলস্নাহাট উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ও নকল সার জব্দ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার গাড়ফা বাজারের মেসার্স মেধা এন্টারপ্রাইজ নামক সারের দোকানে অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানির মোড়কের মোট ১২১ কেজি ভেজাল সার জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৪১ হাজার ৮৬৫ টাকা। এসব সার উৎপাদনকারী কোম্পানীর নিবন্ধন বাতিল রয়েছে। জব্দ করা সকল নকল ও ভেজাল সার বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় ভেজাল সার বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।