মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

৪২ শিক্ষার্থীকে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড দিল এশিয়ান ইউনিভার্সিটি

  ২৮ অক্টোবর ২০২৩, ০০:০০
৪২ শিক্ষার্থীকে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড দিল এশিয়ান ইউনিভার্সিটি

স্বল্প খরচে মানসম্মত ও আধুনিক শিক্ষা এই স্স্নোগানকে ধারণ করে ১৯৯৬ সাল থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে দেশের প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। দীর্ঘ এই পথ পরিক্রমায় এইউবি সব সময়ই মেধাবীদের মূল্যায়ন করেছে, দিয়েছে শিক্ষাবৃত্তি। তারই ধারাবাহিকতায় স্প্রিং সেমিস্টার ২০২৩-এ সিজিপিএ'র ভিত্তিতে এইউবি বিভিন্ন বিভাগের ৪২ শিক্ষার্থীকে টপ অ্যাচিভার অ্যাওয়ার্ড স্প্রিং ২০২৩ প্রদান করে। শিক্ষার্থীরা এই অ্যাওয়ার্ড পেয়ে অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা বলেন, শিক্ষাবৃত্তি প্রদানের এই ধারা অব্যাহত থাকলে সকল বিভাগের শিক্ষার্থী পড়াশোনার দিকে মনোযোগী হবে এবং সবাই ভালো ফলাফলের জন্য চেষ্টা করবে। টপ এচিভার অ্যাওয়ার্ড পাওয়া ৪২ শিক্ষার্থীকে এশিয়ান ইউনিভার্সিটি দিচ্ছে ২৫ ভাগ শিক্ষাবৃত্তি।

শুক্রবার, এইউবি আশুলিয়া স্থায়ী ক্যাম্পাসে এই উপলক্ষে নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার একেএম এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় এইউবি উপাচার্য বলেন, নিজেকে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে মেধার কোনো বিকল্প নেই, ব্যক্তি জীবনে প্রত্যেককে সৎ থাকতে হবে। আমরা চাই এইউবি শিক্ষার্থীরা সবার কাছে মডেল হিসেবে গড়ে উঠবে। সবাইকে উৎসাহিত করতেই এইউবি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি তোমরা আগামীর মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে।

এইউবি ট্রেজারার বক্তব্যে, সবাইকে ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আগামীতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন। সব শেষে এইউবি রেজিস্ট্রার উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ও স্টুডেন্ট এফেয়ার্সের পরিচালক মিজানুর রহমান ভূইয়া। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে