'প্রতিটি জেলায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা দরকার'

প্রকাশ | ০৪ মার্চ ২০২৩, ০০:০০

জয়পুরহাট প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, প্রতিটি জেলায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা দরকার, প্রয়োজনে প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। চিকিৎসার জন্য গ্রামের মানুষকে যাতে ঢাকা-রাজশাহী-দিনাজপুর দৌড়াতে না হয় সেজন্য জেলায় আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে স্বল্প খরচে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে। শুক্রবার জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ডায়াগনস্টিক অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ডায়ালাইসিস সেন্টারের চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ আ. গফুর, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, ডা. শাহীন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক, সরকারি কর্মকর্তা, বিশিষ্টজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই সেন্টারে গরিব রোগীদের জন্য বিশেষ সেবা নিশ্চিত হবে বলে জানান সেন্টারের কর্মকর্তারা।