বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

টুপি বিক্রি করে সংসার চলে পঙ্গু নুরুল ইসলামের

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
  ১২ জানুয়ারি ২০১৯, ০০:০০
টুপি বিক্রি করে সংসার চলে  পঙ্গু নুরুল ইসলামের
টুপি বিক্রি করে সংসার চলে পঙ্গু নুরুল ইসলামের

নুরুল ইসলাম আড়াইহাজার উপজেলার বগাদী কন্দিপাড়া গ্রামের একজন বাসিন্দা। তিনি একজন চলন প্রতিবন্ধী। সংসার চালান টুপি বিক্রি করে। চলার জন্য দুটি পায়ের মধ্যে বাম পা-টি নেই তার। তার পরও তিনি ভিক্ষাবৃত্তি না করে সামান্য কয়েক টাকার টুপি বিক্রি করে সংসার চালান।

নুরুল ইসলামরা ৫ ভাইবোন। এর মধ্যে সবার বড় তিনি। তার পিতার নাম আক্কেল আলী। সংসারের হাল ধরার জন্য জায়গাজমি বিক্রি করে ২০০০ সালে চলে যান মালয়েশিয়ায়। সেখানে এক বিরল রোগে আক্রান্ত হয়ে বাম পা-টি হারান তিনি। ফলে ২০০৪ সালে পঙ্গু অবস্থায় দেশে চলে আসেন। দেশে এসে বিয়ে করেন নুরুল ইসলাম। তার সংসারে ২ মেয়ে। একজন সুরাইয়া (৯) অপর জন খাদিজা (৭) । প্রায় এক বছর আগে ধরেন টুপি, তসবিহ, আতরÑ এসবের ব্যবসা। প্রতি শুক্রবার উপজেলা পরিষদ মসজিদের সামনে এবং অন্যান্য দিন বিভিন্ন স্থানে বিশেষ করে ওয়াজ মাহফিলগুলোতে তিনি তার টুপি-তসবিহÑএ গুলোর ব্যবসার পশরা সাজিয়ে বসেন। মাত্র ১৫ হাজার টাকা পুঁজি তার। সারা দিনে হাজার খানেক টাকার বিক্রি করেন। লাভ হয় দৈনিক ২০০-৩০০ টাকা। এ দিয়েই তিনি অতি কষ্টে সংসার খরচ এবং মেয়েদের লেখাপড়ার খরচ চালিয়ে যাচ্ছেন। প্রতিবন্ধী নুরুল ইসলাম জানান, তিনি সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এতে তার অনেকটা উপকার হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে