মানবিকতার পরিচয় দিয়ে উপজেলায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করেছেন নেত্রকোনার আটপাড়া উপজেলায় কর্মরত সাদা মনের মানুষ ইউএনও মাহফুজা সুলতানা। শীতের রাতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণসহ বৈশ্বিক করোনা মহামারিতে গরিব, অসহায়, পঙ্গু ও অতিদরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি ঘুরে তাদের সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সহায়তা প্রদান করে যাচ্ছেন। এতে দরিদ্র এলাকার বিভিন্ন পেশার অসহায় জনগোষ্ঠী উপকৃত হচ্ছেন বলে জানা গেছে। করোনা নিয়ন্ত্রণে প্রতিটি হাটে-বাজারে মাইকিংসহ বিভিন্ন প্রচারণায় সচেতনতায় কাজ করে যাচ্ছেন। এছাড়া মেধাবী দুস্থ শিক্ষার্থী, বিভিন্ন রোগে আক্রান্ত গরিব জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদানসহ প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প আশ্রয়ণহীনদের সরেজমিন পর্যবেক্ষণ ও অনুসন্ধান করে ঘর প্রদান করছেন।
আটপাড়া উপজেলায় যোগদানের পর থেকে তার মানবিক কাজে সহায়তা পেয়েছেন মেধাবী দুস্থ শিক্ষার্থী, ঋণগ্রস্ত অসহায় ব্যক্তি, চিকিৎসাসেবা বঞ্চিত অসহায় রোগী, শীতার্ত দুঃস্থসহ অবহেলিত জনগোষ্ঠী।
ইউএনও মাহফুজা সুলতানা জানান, সরকারি অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক কাজ করে আত্মতৃপ্তি পাই। কারো কোনো উপকার করতে পারলে নিজের কাছেও ভালো লাগে।