সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় খাল, প্যারাবন ও চিংড়ি ঘের দখলের মহোৎসব

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২২, ০০:০০
চকরিয়ায় খাল, প্যারাবন ও চিংড়ি ঘের দখলের মহোৎসব

কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় পশ্চিম বড় ভেওলা ও বদরখালী ইউনিয়নের সীমান্তবর্তী কাকড়াদিয়া এলাকায় চলমান খালের উপর মাটি ভরাট করে বাঁধ নির্মাণের মাধ্যমে চিংড়ি ঘের তৈরির করার মহোৎসব চলছে। এ কারণে নিধন হতে পারে কয়েক হাজার উপকূল রক্ষায় সৃজিত সবুজ বেষ্টনীর বৃক্ষ। স্থানীয় একটি মহল কয়েক দিন ধরে মাটি কেটে বাঁধ নির্মাণের কাজ করে যাচ্ছে। এলাকাবাসী জানিয়েছেন, ডেবডেবির পা কাটা খালটি দখল হয়ে গেলে প্রভাবশালীরা চিংড়ি চাষ করার জন্য খালসহ অন্তত ২০ একর প্যারাবন তাদের দখলে প্রতিষ্ঠিত হবে। তবে অন্যান্য ঘেরের লোনা পানি সংকটজনিত কারণে চিংড়ি ও লবণ চাষ মারাত্মকভাবে হুমকিতে পড়বে।

বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা গেছে, চলমান জোয়ার-ভাটার খালটি বাঁধ নির্মাণের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন দখলকারীরা। এ খবর পেয়ে কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য জাফর আলম ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন চেয়ারম্যান বিষয়টি পুলিশের নজরে আনলে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই এলাকার চিংড়ি ও লবণ চাষি মুজিবুল হক দাবি করেছেন, খালটির দখল প্রতিষ্ঠিত হলে ডেবডেবি ও কাকড়াদিয়া এলাকার কয়েক হাজার একর চিংড়ি ও লবণ চাষের জমি অনাবাদি হয়ে পড়তে পারে।

চকরিয়া থানায় দায়েরকৃত এজাহারে আসামি করা হয়েছে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২ নং বস্নকের নতুন ঘোনা এলাকার মৃত আমির হোসেনের ছেলে নুরুন্নবী গংকে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে নুরুন্নবী দাবি করেন, এসব জবর-দখল বেদখলের ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন। তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘের আগাম লাগিয়ত নিয়ে চিংড়ি ও লবণ চাষ করেন। চকরিয়া থানার ওসি ওসমান গনী জানান, এ সংত্রান্ত একটি এজাহার থানায় এসেছে। তদন্তে করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে