শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অনুষ্ঠান মাতিয়ে তুলল প্রতিবন্ধী শিশুরা

গাজীপুর প্রতিনিধি
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০
গাজীপুরে ড. এমএ ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য করছেন বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুরা -যাযাদি

প্রতিবন্ধী শিশুরা নাচ, গান ও অভিনয়ে মাতিয়ে তুলেছিল উপস্থিত দর্শকদের। অন্যদের সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলামও সন্তোষ প্রকাশ করেন। গাজীপুর সদর উপজেলার ভবানীপুরের শিরিরচালা এলাকায় ড. এম.এ ওয়াজেদ মিয়া প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে সোমবার আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ২০ জন বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুর হাতে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন। জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা কালচারাল অফিসার শারমীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এ,টি,এম তৌহিদুজ্জামান, অধ্যাপক মুকুল কুমার মলিস্নক, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাইয়া, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম, জেলা শিল্পকলার নাট্য প্রশিক্ষক খন্দকার রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

ড. এম. এ ওয়াজেদ মিয়া অটিজম (প্রতিবন্ধী) স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সুমি করিম জানান, ২০১৮ সালের ৭ অক্টোবর স্কুলটির কার্যক্রম শুরু করেন। তার ব্যবসায়ী স্বামী নাজমুল করিম প্রতিষ্ঠানের খরচ চালান। সামাজিক নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে মাসিক ১০ হাজার টাকা ভাড়ায় টিনের তৈরি কয়েকটি কক্ষে ছয়জন শিক্ষক দিয়ে স্কুলের পাঠদান চলছে। বর্তমানে বিশেষ ক্ষমতাসম্পন্ন ৫৯ জন ছেলে-মেয়ে শিক্ষার্থী হিসেবে রয়েছে। এদের মধ্যে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি পাচ্ছে মাত্র ২০ জন। নানা রকম সাংস্কৃতিক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য উপযোগী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এ সময় জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম স্কুল কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে