বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলী যাকের, মুনিরুজ্জামান ও শাহাদাতের স্মরণসভা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

সদ্য প্রয়াত ব্রাহ্মণবাড়িয়ার তিন কৃতীসন্তান স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের, বরেণ্য সাংবাদিক খন্দকার মুনিরুজ্জামান ও একুশে পদকপ্রাপ্ত সংগীতজ্ঞ শাহাদাৎ হোসেন খানের অবদান ও জীবনকর্মের ওপর সভায় আলোকপাত করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার আয়োজিত শোক সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে ও সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির, জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আকতার হোসেন সাঈদ, প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর ওসমান গণি সজীব, নারীনেত্রী নন্দিতা গুহ, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীমা সিকদার দীনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে