শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

নতুনধারা
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০

উপকরণ বিতরণ

\হবাগেরহাট সদর সংবাদদাতা

নারীর আত্মকর্মসংস্থানে প্রশিক্ষিত ১৫ নারী উদ্যোক্তাকে সেলাই মেশিন ও করোনা প্রতিরোধে সদর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে স্বাস্থ্য উপকরণ দিয়েছে বাগেরহাট গ্রিন লায়ন্স ক্লাব।

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। লায়ন্স ক্লাব অব বাগেরহাট গ্রিনের প্রেসিডেন্ট রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকশী। বক্তব্য রাখেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট আহাদ উদ্দিন হায়দার, মুজাহিদ আহমেদ, সেক্রেটারি মনি মলিস্নক, ট্রেজারার শিল্পি আক্তার, সদস্য কাজী আলী আশরাফ টিটো প্রমুখ।

কমিটি গঠন

\হকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

আবদুল বাতেন শেখকে সভাপতি ও আসাদুজ্জামান এরশাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। মঙ্গলবার গাজীপুর জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান স্বাক্ষরিত চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শাহজাহান মিয়া, মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আজিজ, নাজমুল ইসলাম, সম্পাদক মশিউর রহমান, জয়নাল আবেদীন, নাঈম হোসেন, তারেক ভূঁইয়া, জিতেন্দ্র দাস, ছানাউর রহমান, হাবীবুর রহমান, জাহাঙ্গীর হোসেন, হারুণ-অর-রশিদ, আল আমিন, সুইটি ডি কস্তা, সামসুন নাহার, কার্যকরী সদস্য মাহবুবুর রহমান, এএম ইউনুস হোসেন ও আবদুল কাদের।

প্রসূতিকেন্দ্র উদ্বোধন

\হবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার কোইকা-জিএনবি সিএইচডবিস্নউ প্রকল্পের আওতায় উপজেলার এক নম্বর নাফানগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ প্রসূতিকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুডনেইবারস্‌ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনুদ্দীন মইনূল। প্রজেক্ট ম্যানেজার করনেলিউস ডালবটের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন, গুডনেইবারস্‌ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর আনন্দ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ শামীমা আলম প্রমুখ।

কম্বল বিতরণ

\হবিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলা হরেকৃষ্টপুর ও মির্জাপুর গ্রাম সামাজিক শক্তি কমিটির মাধ্যমে কম্বল বিতরণ করা হয়েছে। গ্রাম শক্তি কমিটির সভানেত্রী হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আবু সুফিয়ান। সোমবার উপজেলার মির্জাপুর উচ্চবিদ্যালয় মাঠে উন্নয়ন সংস্থা ব্র্যাক-ইউপিজি কর্মসূচির আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী, বিরামপুর এনজিও ফোরামের সাধারণ সম্পাদক এনামুল হক, ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আবু জাফর মোহাম্মদ শামসুজ্জামান, নুরে আলম, কর্মসূচি সংগঠক আহসান হাবিব, জোনাব আলী, ইউজিপি কর্মসূচির রতনপুর শাখা ব্যবস্থাপক মিরাজ-উদ্দৌলা নবাব প্রমুখ।

সচেতনতা ক্যাম্পেইন

\হঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার থানা মোড়ে মঙ্গলবার করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

উপজেলার জিরো পয়েন্টে মাস্ক ব্যবহারের জন্য বিভিন্ন পস্ন্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন ও জনসাধারণকে উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখেন থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান। পরে পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

প্রস্তুতি সভা

\হকয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট কমলেশ কুমার সানা। উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এসএম মিজান মাহমুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাহিন বিলস্নাহ, শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আমির আলী গাইন, আবদুস সাত্তার পাড়, জিএম আবদুলস্নাহ আল মামুন লাভলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুর রশিদ খাঁন প্রমুখ।

পরিচিতি সভা

\হসুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন জাতীয় যুব সংহতির গঠন করা কমিটির পরিচিতি সভা সোমবার অনুষ্ঠিত হয়। মিজানুর রহমান মিজান সভাপতি, সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ও সবুজ মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে গঠিত এ কমিটির রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয় মাঠে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রেজাউল হক রেজা। উপজেলা যুব সংহতির আয়োজনে কমিটি পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপজেলা দপ্তর সম্পাদক রাকীব মো. হাদীউল ইসলাম, সর্বানন্দ ইউনিয়ন সভাপতি মশিউর রহমান সরদার, যুব সংহতির উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী রুবেল, সদস্য সচিব সাইদুর রহমান, ছাত্র সমাজ উপজেলা সভাপতি শাহ সুলতান সরকার সুজন ও মহিলা পার্টির উপজেলা আহ্বায়ক আক্তার বানু ইতি।

বিদায়ী সংবর্ধনা

\হচাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর হাইস্কুলের সিনিয়র শিক্ষক মানিক লাল নাথের অবসর উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতি) আবদুল হাইয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিদায়ী শিক্ষক মানিক লাল নাথ, শিক্ষক প্রতিনিধি মাহবুবুর রহমান, সাংবাদিক দিদার-উল-আলম, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, হাসিনা আক্তার, রুহুল আমিন প্রমুখ।

বিজ্ঞানমেলা

\হলাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী মেলা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এ মেলার উদ্বোধন করেন লাখাইয়ের ইউএনও লুসিকান্ত হাজং। পরে ইউএনও লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন কুমার দের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, আলেয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন রানা, কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক প্রমুখ।

ভিত্তিপ্রস্তর উদ্বোধন

\হবোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার ইশানিয়া ইউনিয়নের খানপুরে হোপ লেটার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম মাঈনুদ্দীন মইনূল। গুড নেইবারস্‌ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ম্যানেজার রতন বালার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জুলফিকার হোসেন। বিশেষ অতিথি ছিলেন গুডনেইবারস্‌ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর আনন্দ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আহসান হাবিব প্রমুখ।

ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

\হলংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ভ্রাম্যমাণ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদর আমিন। উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক নুর মোহাম্মদের পরিচালনায় প্রশিক্ষণে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লংগদু উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার নাথ।

শীতবস্ত্র বিতরণ

\হফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ির বৃহত্তর ভূজপুর ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজসেবক শেখ নাছির উদ্দিন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম এমরান বিন জালালের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মো. তারেকুল ইসলাম ও রিফাত চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. লোকমান সওদাগর। উপস্থিত ছিলেন মাওলানা মো. নিজাম উদ্দিন, হাকিম তৌহিদুল আলম, হাফেজ ইকবাল হোসেন, মো. ইমরান, শাহাদাত প্রমুখ।

কোর্স উদ্বোধন

\হমান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় ইউআইটিআরসিই, ব্যানবেইসের আয়োজনে ১৫ দিনব্যাপী বেসিক আইসিটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ইউএনও আব্দুল হালিম। সহকারী প্রোগ্রামার শামছ-ই-তাবরিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক। কোর্সে নওগাঁ সদর উপজেলা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের মোট ৪৮ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।

দেয়ালিকা উৎসব

\হবরিশাল অফিস

বরিশালে দেয়ালিকা প্রতিযোগিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরের বগুড়া রোডের সরকারি বালিকা বিদ্যালয় মিলনায়তনে খেলাঘর বরিশাল জেলা কমিটির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, জীবন কৃষ্ণ দে, খেলাঘর বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌছিক আহমেদ রাহাত, উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক মো. সমশের আলী লিটু প্রমুখ।

সার বিতরণ

\হসাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্নারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

মাসিক সভা

\হসাভার প্রতিনিধি

সাভারে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভারের ইউএনও শামীম আরা নীপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা, রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুলস্নাহ আল মাহফুজ, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স, সাভার মডেল থানার ওসি (ইন্টেলিজেন্স) নির্মল, আশুলিয়া থানার ওসি (ইন্টেলিজেন্স) ফজলুল হক প্রমুখ।

মেলা উদ্বোধন

\হচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা সিদ্দীকা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আজমল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমুখ বক্তব্য রাখেন।

বিদায় সংবর্ধনা

\হচারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে সোমবার মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডুকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু, অর্থ সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, সাংবাদিক নবী আলম ও তারিক হোসেন প্রমুখ।

মাস্ক বিতরণ

\হচিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে দিনব্যাপী ফ্রি বস্নাড গ্রম্নপিং ক্যাম্পেইন ও রক্ত দান এবং করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাণীরবন্দরে যমুনা ব্যাংকের পাশে এ কর্মসূচির আয়োজন করে বস্নাড ডোনেশন গ্রম্নপ রাণীরবন্দর। অনুষ্ঠানে অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবায় আমরা'র সভাপতি আব্দুলস্নাহ আল হাবিব, মোহাম্মদ আলী সবুজ, হাবিবুর রহমান হাবিব, শারমিন শিলা, চিরিরবন্দর এডুকেটেড বস্নাড ব্যাংকের নুর বানু, মেডিকা ডায়াগনস্টিক সেন্টারের আশরাফুজ্জামান আশরাফ, বস্নাড ডোনেশন গ্রম্নপের আহ্বায়ক মো. আব্দুস সবুর, যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব শাহিন ইসলাম, কার্যকরী সদস্য আক্তারুল ইসলাম, মো. জোবায়দুর রহমান জিহাদ প্রমুখ।

ভবন উদ্বোধন

\হগলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের নিজস্ব ভবন মঙ্গলবার উদ্বোধন করা হয়। পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এস শাহজাদা আনুষ্ঠানিকভাবে এ ভবনের উদ্বোধন করেন।

পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে ঈদগাহ মাঠে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সাহিন, ইউএনও আশিষ কুমার, গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সম্পাদক গোলাম মোস্তফা টিটো প্রমুখ।

বীজ বিতরণ

\হচারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মাহমুদ ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।

কাজ উদ্বোধন

\হদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দুটি গণশৌচাগারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার পৌর মেয়র জাহাঙ্গীর আলম এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব কার্তিক চন্দ্র দাস, উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমান, প্যানেল মেয়র ইদ্রিস আলী, মহিদুল ইসলাম, কাউন্সিলর এসএম কায়কোবাদ, আব্দুস সালাম আলম, আবু বক্কর ছিদ্দিক, রেজানুর তালুকদার রাজিব, নারী কাউন্সিলর নিপা বেগম, শিল্পী বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, পৌরসভার নকশাকার তাজুল ইসলাম রঞ্জু, ঠিকাদার রফিকুল ইসলাম. হানিফ হোসেন ডলার প্রমুখ।

পরিচিতি সভা

\হবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়কদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে সোমবার শহরের ওয়েস্টার্ন শোরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম মন্ডল, নুরুল ইসলাম বাদশা, মিজানুর রহমান তালুকদার, আবদুল হামিদ, নুরুল ইসলাম তোতা, রফিকুল ইসলাম কারী, মোতালেব সরকার, গোলাম রব্বানী, পৌর বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, যুবদল আহ্বায়ক বিপস্নব সওদাগর প্রমুখ।

কৃষি প্রণোদনা

\হলংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষি প্রণোদনা বিতরণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বীজ বিতরণ

\হতিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে কৃষি অধিদপ্তরের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে ৯টি ইউনিয়নের মোট ২ হাজার ৭৫০ জন কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। ইউএনও মোসা. রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না-২ সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, উপজেলা কৃষি অফিসার মো. সালাহউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ আহমেদ ফকির প্রমুখ।

কর্মী সম্মেলন

\হদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া থানা, পৌর ও তালোড়া পৌর ছাত্রদলের কর্মী সম্মেলন মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদল সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানের সঞ্চালনায় এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন রাজু, করিম প্রধান রনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সহসভাপতি রাগিব ইয়াসার মানিক, মোহাম্মদ ডনেল, মোহাম্মদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব, দপ্তর সম্পাদক মিলস্নাত হোসেন।

ইউএনওর মতবিনিময়

\হবানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বানারীপাড়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা প্রেসক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে ও সহসভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার, সহসভাপতি কাওসার হোসেন ও প্রভাষক মামুন আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে